কল্পতরু উৎসব – দক্ষিণেশ্বর ও উদ্যানবাটিতে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা

দুই লীলাক্ষেত্রে ফি বছর এই বিশেষ দিনটিতে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে।

January 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ শুক্রবার, ইংরেজি নববর্ষের প্রথম দিনে হবে কল্পতরু উৎসব(Kalpataru Utsab)। তবে করোনার(COVID19) জেরে এবার কাশীপুর উদ্যানবাটি(Kashipur Udyanbati) ও দক্ষিণেশ্বর মন্দিরে (Dakhineswar Mandir)ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঠাকুর রামকৃষ্ণদেবের(Ramkrishna Thakur) এই দুই লীলাক্ষেত্রে ফি বছর এই বিশেষ দিনটিতে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে। করোনা পরিস্থিতিতে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণেই এবার এই দুই প্রতিষ্ঠানে দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরি বন্ধ থাকছে। রামকৃষ্ণ মঠ, কাশীপুর উদ্যানবাটির তরফে মঠের বাইরে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আজ শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত মঠে দর্শন বন্ধ থাকবে। এদিকে, এই দুই ধর্মীয় প্রতিষ্ঠানে দর্শন বন্ধ থাকলেও প্রতি বছরের মতো এবারও সেখানে যথারীতি ঠাকুরের বিশেষ পুজো‑পাঠ, হোম, কথামৃত পাঠ, ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হবে। এদিকে, এই উৎসব উপলক্ষে ইতিমধ্যে ওই দুই ধর্মীয় প্রতিষ্ঠানস্থল ফুল ও আলোর মালায় সেজে উঠেছে। কলকাতা পুরসভার তরফে বৃহস্পতিবার সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটির বাইরের বিভিন্ন অংশ যুদ্ধকালীন তৎপরতায় সাফসুতরো করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen