ভোট প্রচারের শেষলগ্নে ফুরফুরে মেজাজে প্রচার সারলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, গাইলেন গানও
এদিন বৈদ্যবাটির শ্রমিক মহল্লায় কর্মীদের নিয়ে গান করেছেন কল্যাণবাবু। তাঁর হালকা মুড দেখে বিস্মিত হয়েছেন কর্মীরাও
May 10, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সপ্তাহান্তের ভোট প্রচারে নজর কেড়েছেন শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এমনিতেই তাঁর রনংদেহি রূপ বার বার উঠে এসেছে খবরের। কিন্তু বৃহস্পতিবার ফুরফুরে মেজাজে গান গেয়ে প্রচারের রং ছড়িয়েছেন তিনি।
এদিন বৈদ্যবাটির শ্রমিক মহল্লায় কর্মীদের নিয়ে গান করেছেন কল্যাণবাবু। তাঁর হালকা মুড দেখে বিস্মিত হয়েছেন কর্মীরাও। চোখাচোখা কথার জন্য ‘জনপ্রিয়’ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারের ফাঁকে গাইলেন ‘উই শ্যাল ওভারকাম’ থেকে রবীন্দ্রসঙ্গীত। কেন তিনি গান গাইলেন? এই প্রবীণ নেতার কথায়, ‘মানুষ ভরসা জোগাচ্ছেন। তাই মানুষের গান গাইছি’।