Kalyani Gang Rape Case: ৭ দোষীর ২০ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

শুক্রবার নদিয়ার এডিজে আদালত সাত অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হবে

August 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৮: এক বছরের মধ্যেই রায় ঘোষণা হল কল্যাণী গণধর্ষণ মামলায় (Kalyani Gang Rape Case)। শুক্রবার নদিয়ার এডিজে আদালত সাত অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হবে।

গত বছরের ৩০ অক্টোবর কল্যাণী-বারাকপুর এক্সপ্রেসওয়ের রেলব্রিজের নিচে এই নৃশংস ঘটনা ঘটে। অভিযোগ, ভোরবেলা এক দম্পতি হাঁটছিলেন ওই পথে। সেই সময় জুয়ার আসরে বসা স্থানীয় কয়েকজন অভিযুক্ত তরুণীকে টেনে নিয়ে যায় এবং স্বামীকে আটকে রেখে তাঁর সামনেই গণধর্ষণ করে।

ঘটনার পর কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে মোট আটজনকে গ্রেপ্তার করে। তবে কাঁচরাপাড়ার বাসিন্দা রাহুল রায়কে প্রমাণের অভাবে বেকসুর খালাস করা হয়। বাকি সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় আদালতে।

বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হওয়ার পর এদিন সাজা ঘোষণা করলেন বিচারক। দোষীরা সকলেই কল্যাণীর বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen