ডিএমকে-র সমর্থনে রাজ্যসভায় যাচ্ছেন কমল হাসান

উল্লেখ্য, আগেই সক্রিয় রাজনীতিতে নাম লিখিয়েছেন কমল হাসান।

February 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইঙ্গিত মিলেছিল বুধবারই। বৃহস্পতিবার ঘোষণা করা হল এবার রাজ্যসভায় যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। শাসক দল ডিএমকে-র সমর্থনে তামিলনাড়ু রাজ্যসভা থেকে প্রার্থী হতে চলেছেন তিনি।

উল্লেখ্য, আগেই সক্রিয় রাজনীতিতে নাম লিখিয়েছেন কমল হাসান। এই জন্য নিজের দল গড়েছিলেন এই অভিনেতা। তাঁর তৈরি ‘মক্কাল নিধি মইয়াম’ (এমএনএম) ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল। ওই নির্বাচনে কোয়েম্বাটুর থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। তাঁর তৈরি মক্কাল নিধি মইয়াম সেখানের পুরসভার ১৪০টি আসনে প্রার্থী দিলেও একটাতেও জয়লাভ করতে পারেনি। তবে, গত লোকসভা নির্বাচনে কমল হাসান সমর্থন করেন ডিএমকে-কে। সেখানে লোকসভার ৩৯টি আসনের একটিতেও প্রার্থী দেয়নি কমল হাসানের দল।

বৃহস্পতিবার কমল হাসানের চেন্নাইয়ের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করে অভিনেতাকে অভিনন্দন জানান রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে উদয়নিধি লেখেন, “মক্কাল নিধি মইয়াম –এর নেতা কমল হাসান স্যারের সঙ্গে আজ তাঁর বাসভবনে দেখা করলাম। আমাদের স্বাগত জানানোর জন্য স্যারের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen