২১ জুলাই রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ নেবেন কমল হাসান

অভিনয়ে সঙ্গে সঙ্গে রাজনীতির আঙিনাতেও এখন পরিচিত মুখ কমল হাসান। এবার তাঁকে দেখা যাবে সংসদেও। সংসদ সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ জুলাই রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করবেন এই দক্ষিণী তারকা। উল্লেখ্য ২১ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হবে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে ডিএমকে-কংগ্রেস জোটকে সমর্থন জানিয়েছিল অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসানের দল মক্কল নীধি মইয়াম। গত লোকসভা নির্বাচনে তামিলনাড়ুতে কোনও প্রার্থীই দেয়নি তাঁর দল। এবার উপহারস্বরূপ কমল হাসানের দলকে আসন্ন রাজ্যসভার নির্বাচনে একটি আসন ছেড়ে দেয় তামিলনাড়ুর শাসক দল ডিএমকে।
জানা গিয়েছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে ডিএমকে-কংগ্রেস জোটকে তামিলনাড়ুতে সমর্থন করার বিনিময়ে রাজ্যসভার প্রার্থীপদ চেয়েছিলেন কমল হাসান। তাঁকে রাজ্যসভার একটি আসন ছাড়ার কথা তখনই জানিয়ে দিয়েছিলেন ডিএমকে সুপ্রিমো স্ট্যালিন। সেই মতোই রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ নিতে চলেছেন কমল হাসান।