শুনানি সেরে ফিরে উৎকণ্ঠায় হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু কাঁচরাপাড়ার বৃদ্ধের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৪: SIR-কে কেন্দ্র করে মৃত্যু মিছিল চলছেই। এবার শুনানি পর্বে আতঙ্কে একের পর এক মৃত্যু ঘটছে বাংলায়। শুনানির নোটিশ পেয়ে প্রবল উৎকণ্ঠার জেরে হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যু হল কাঁচরাপাড়ার এক বৃদ্ধের। জানা গিয়েছে, মৃতের নাম জওহরলাল মাহাতো। ঘটনাটি ঘটেছে কল্যাণীর চর কাঁচরাপাড়ার যদুবাটী এলাকায়।
পরিবার সূত্রে খবর, গত শনিবার শুনানির নোটিশ পেয়েছিলেন জওহরলাল। রবিবার, শুনানির জন্য যাবতীয় নথিপত্র নিয়ে কল্যাণী বিধান ভবনে হাজির হয়েছিলেন সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধি। SIR-র শুনানি সেরে বাড়ি ফেরার পরই মৃত্যু হল ওই বৃদ্ধের।
প্রশ্ন উঠছে, ২০০২ সালের ভোটার তালিকায় জওহরলাল ও তাঁর স্ত্রীর নাম থাকা সত্ত্বেও কেন তাঁদের নতুন করে তলব করা হল? শুনানির নোটিশ পাওয়ার পর থেকে চরম উদ্বেগের মধ্যে ছিলেন ওই বৃদ্ধ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুনানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার সময় তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। বাড়ি ফেরার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেন তাঁর পরিবার। সোমবার সকালে অবস্থার অবনতি হলে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, শুনানিতে হাজিরা দেওয়া এবং নাগরিকত্ব হারানোর প্রবল আতঙ্ক সহ্য করতে না-পেরেই মৃত্যু হয়েছে তাঁর। সোমবার শুনানির আতঙ্কে হাওড়া ও পুরুলিয়ায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।