মমতার সম্পর্কে অশালীন মন্তব্য করে ফের বিতর্কে কঙ্গনা

শাবানা এবং আখতারই মমতাকে ‘তাড়কা রাক্ষসী’ থেকে ‘পূজিতা দেবী’ বানানোর দায়িত্ব নিয়েছেন বলে ইঙ্গিত দেন কঙ্গনা।

August 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

অনেক আগেই ট্যুইটার থেকে ব্যান করা হয়েছে কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut)। তবে ভক্তদের মনোরঞ্জনের জন্য কঙ্গনার মাধ্যমের অভাব হয় না। ট্যুইটার নেই তো কী হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের অন্য প্ল্যাটফর্ম থেকে পোস্ট করে ফের বিতর্কে এই বলি তারকা। আর এবার তাঁর নিশানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলিউড তাঁর কাছে ‘বলিদাউদ’। আর বাংলার নেত্রী তাঁর কাছে ‘তাড়কা রাক্ষসী’। ‘মিশন ২৪’-এর মূল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় এভাবেই তির্যক মন্তব্য করেছেন কঙ্গনা।

দু’দিন আগেই প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার এবং তাঁর স্ত্রী প্রবীণ অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে দেখা করেন মমতা। সেই বৈঠকের প্রসঙ্গ টেনেই অভিনেত্রী পোস্ট করেন, ‘শাবানা আজমি ও জাভেদ আখতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। আসলে তিনি তাড়কা। এবার বলিদাউদের সঙ্গেও তিনি বেশকিছু বৈঠক করবেন। খানেদের উপর চাপ সৃষ্টি করে সব শিল্পীকে নিজেদের দলে ভিড়িয়ে নেবেন। এভাবেই সব ভণ্ডরা একজোট হয়ে তাড়কা রাক্ষসীকে পূজিতা দেবীর পর্যায়ে নিয়ে যাবেন।’

রাজনীতিজ্ঞ মহলের অনেকেই বলেছেন, এবারের পোস্টে তিনি এটাই বোঝাতে চেয়েছেন, যে বলিউড দাউদ ইব্রাহিমের মতো মাফিয়ার পদানত হয়ে থাকে, সেই ‘বলিদাউদ’-এর সাহায্য নিয়েই মমতা নিজের প্রচার করাবেন। যাতে সেই সিন্ডিকেট শিল্পীরা অন্যদের ধমকে-চমকে মমতাকে গোটা দেশের নেত্রী হিসেবে প্রচার করে। আর সেই প্রচারাভিযানের শুরু শাবানা-আখতারের সঙ্গে বৈঠক থেকেই। শাবানা এবং আখতারই মমতাকে ‘তাড়কা রাক্ষসী’ থেকে ‘পূজিতা দেবী’ বানানোর দায়িত্ব নিয়েছেন বলে ইঙ্গিত দেন কঙ্গনা। তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন, ‘সবাইয়ের মুখোশ আমি খুলে দিয়েছি। আগামী দিনেও এইসব রাষ্ট্রদ্রোহীদের মুখোশ খুলে দেব। সতর্ক থাকুন।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen