বিশ্বব্যাপী ঝড় তুলছে ‘কান্তারা চ্যাপ্টার ১’, ৬ দিনেই আয় করলো ৪০০ কোটির বেশি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২২: ২০২২ সালে মুক্তি পেয়েছিল ঋষভ শেট্টি অভিনীত, পরিচালিত এবং প্রযোজিত ‘কান্তারা-চ্যাপ্টার ১’। সেই ছবির সাফল্য দর্শকের মনে এমন গভীর ছাপ ফেলেছিল যে, তিন বছর পর তার প্রিক্যুয়েল নিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া হয়ে ওঠে। অবশেষে মুক্তি পেল ‘কান্তারা: চ্যাপ্টার ১’। আর মুক্তির ছ’দিনের মাথায়ই যেন নতুন ইতিহাস লিখতে শুরু করেছে এই কন্নড় ছবি।
২ অক্টোবর মুক্তির পর থেকেই দেশজুড়ে ‘কান্তারা:১’-এর প্রতি দর্শকের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। প্রেক্ষাগৃহে দীর্ঘ সারি, প্রথম কয়েক দিনের টিকিট হাউসফুল, সব মিলিয়ে শুরুটা ছিল জোরদার। বক্স অফিসের রিপোর্ট বলছে, মাত্র ছ’দিনে ছবিটি ভারতে আয় করেছে প্রায় ২৯০ কোটিরও বেশি। বিশ্বব্যাপী আয় ছুঁয়েছে ৪০০ কোটির গণ্ডি। অর্থাৎ প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই প্রিক্যুয়েলটি পৌঁছে গিয়েছে ব্লকবাস্টার ক্লাবে।
‘কান্তারা:১’-এর সাফল্যের পেছনে রয়েছে বেশ কিছু কারণ। মূল ছবির মতোই এই গল্পেও গ্রামীণ সংস্কৃতি, লোকবিশ্বাস এবং দেবত্বের শক্তিকে কেন্দ্র করে এক রোমাঞ্চকর কাহিনি উঠে এসেছে। ঋষভ শেট্টি নিজেই অভিনয় করেছেন মুখ্য ভূমিকায়, আর তাঁর পরিচালনাতেও ফুটে উঠেছে সেই মাটির টান। পুরনো ছবির আবেগ বজায় রেখে নতুন দিক উন্মোচন করেছে এই প্রিক্যুয়েল। মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তামিল, তেলুগু, কন্নড়, মলয়ালম ও হিন্দি।
সমালোচকদের মতে, ছবির চিত্রগ্রহণ ও আবহসংগীত গল্পের আবেগ ও গভীরতাকে আরও উজ্জ্বল করেছে। উৎসবের আবহে দর্শকরা ছবিটি দারুণভাবে গ্রহণ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও প্রশংসার ঢেউ আছড়ে পড়েছে।