কান্তারা এ লিজেন্ড চ্যাপ্টার ১ ট্রেলার মুক্তি, উচ্ছ্বাসে ভাসছে ভক্তরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫: রিষভ শেট্টির বহুল প্রতীক্ষিত ছবি কান্তারা এ লিজেন্ড চ্যাপ্টার ১ (Kantara: A Legend – Chapter 1)-এর ট্রেলার অবশেষে সোমবার মুক্তি পেল। ট্রেলারটি একসঙ্গে শেয়ার করেছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন, দক্ষিণী তারকা প্রভাস, প্রিথ্বীরাজ সুকুমারন এবং শিবকার্তিকেয়ান। ২০২২ সালের সুপারহিট কান্তারা ছবির এই প্রিকুয়েল প্রথম ছবিতে উল্লেখিত রহস্যময় কিংবদন্তির উৎসকে আরও গভীরভাবে তুলে ধরবে।
ট্রেলারের শুরুতে দেখা যায় এক কিশোর শিবাকে, যে জানতে চায় কেন তার বাবা এক ‘দৈব কোলা’ বা ‘ভূতা কোলা’ নাচের সময় হঠাৎ হারিয়ে গিয়েছিলেন। এরপর সামনে আসে শিবার পূর্বপুরুষদের কাহিনি কীভাবে তারা অবিচার আর দমননীতির বিরুদ্ধে দেবশক্তির সহায়তায় লড়াই করেছিলেন। গুলশন দেবাইয়া এখানে এক নিষ্ঠুর রাজপুত্রের চরিত্রে অভিনয় করেছেন। রুকমিনী বসন্তকে দেখা যাবে এক রাজকন্যার ভূমিকায়, যাকে কেন্দ্র করে শিবার পূর্বপুরুষদের সঙ্গে ক্ষমতাশালী শাসক শ্রেণির সংঘাত তৈরি হয়। ট্রেলারের শেষ দৃশ্যে রিষভ শেট্টির চরিত্রকে প্রথমবারের মতো ‘দৈব কোলা’-র শক্তিতে অধিকারী হতে দেখা যায়, যা দর্শকদের শিহরিত করেছে।
ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কেউ লিখেছেন, “ট্রেলারটা দেখে গায়ে কাঁটা দিল।” আরেকজন লিখেছেন, “এবারও বক্স অফিসে ১০০০ কোটির ছবি তৈরি করবে কান্তারা।” কেউ কেউ আবার জাতীয় পুরস্কার থেকে অস্কার পর্যন্ত জেতার আশাও ব্যক্ত করেছেন।
হোম্বালে ফিল্মস প্রযোজিত এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন বি. অজনীশ লোকনাথ। রিষভ শেট্টিই ছবির চিত্রনাট্যকার এবং পরিচালক। ২ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে কান্তারা: এ লিজেন্ড – চ্যাপ্টার ১, এবং এটি কন্নড়, হিন্দি, তেলেগু, মালয়ালম, তামিল, বাংলা ও ইংরেজি ভাষায় মুক্তি পাবে।
লোককাহিনির আধ্যাত্মিক আবহে ভরা এই ছবিটি আবারও দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দেবে বলে আশা করছে গোটা চলচ্চিত্র জগত।