দার্জিলিংয়ে ছোট ছেলে জে-এর সঙ্গে করিনা কাপুর খান, শুটিং নাকি কাটাচ্ছেন ছুটি?

মঙ্গলবার তিনি কালিম্পঙের একটি বেসরকারি হোটেলে থাকবেন।

May 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: The Bengal Story

দার্জিলিংয়ের পাহাড়ে বলি তারকা করিনা কপূর খান। তাঁর সঙ্গ নিয়েছে তাঁর ছোট ছেলে জে আলি খান এবং জে-র আয়া। নায়িকাকে ঘিরে রয়েছে সুরক্ষা বলয়। তার চারপাশে জড়ো হয়েছেন সাংবাদিক এবং অনুরাগীরা। ছোট ছেলেকে নিয়ে কি তবে বাংলার শৈলশহরে ঘুরতে এলেন করিনা?

না, ভ্রমণ নয়। পরিচালক সুজয় ঘোষের ছবির শ্যুটিংয়ে পাহাড়ে এসেছেন করিনা। এই প্রথম ওটিটি-তে কাজ করতে চলেছেন সইফ আলি খানের স্ত্রী। নেটফ্লিক্সের জন্যে ‘ভিডিশন’ নামে ওয়েব সিরিজ করছেন বাঙালি পরিচালক।

জানা গিয়েছে, মঙ্গলবার তিনি কালিম্পঙের একটি বেসরকারি হোটেলে থাকবেন। বুধবার থেকে শ্যুটিং শুরু। শৈলশহর দার্জিলিং ও কালিম্পংয়ের লাভা সুজয়ের ছবিতে ক্যামেরাবন্দি হবে। মুম্বই থেকে মঙ্গলবার দুপুর নাগাদ একটি চাটার্ড বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন করিনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen