লোকসভা নির্বাচনের আবহে কর্নাটকে ধাক্কা খেল বিজেপি

ভোটপর্ব শুরুর আগে প্রভাবশালী এই নেতার দলত্যাগে হায়দরাবাদ-কর্নাটক অঞ্চলে বিজেপি ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

April 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মালিকায়া গুট্টেদার, ছবি সৌজন্যে: SPECIAL ARRANGEMENT

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের আবহে কর্নাটকে ধাক্কা খেল বিজেপি। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের উপস্থিতিতে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মালিকায়া গুট্টেদার (Malikayya Guttedar)।

কর্নাটকে (Karnataka) লোকসভা আসনের সংখ্যা ২৮। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় তার মধ্যে ১৪টিতে ভোটগ্রহণ। ৭ মে তৃতীয় দফায় বাকি ১৪টিতে। ভোটপর্ব শুরুর আগে প্রভাবশালী এই নেতার দলত্যাগে হায়দরাবাদ-কর্নাটক অঞ্চলে বিজেপি ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen