‘খুন’ করার অভিযোগে জেলে খেটেছেন স্বামী! অথচ প্রেমিকের সঙ্গে দিব্যি ঘুরছেন ‘মৃত’ পত্নী!

কঙ্কালের ডিএনএ-র সঙ্গে মালিজের পরিবারের ডিএনএ না মেলায় সুরেশ ছাড়া পান। জেল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যান।

April 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৯-এ হঠাৎ করে নিখোঁজ হয়ে যান বাসভানাহল্লি গ্রামের বাসিন্দা মালিজ। বিস্তর খোঁজাখুঁজি করেও স্ত্রীর হদিস পাননি সুরেশ। শেষে স্ত্রীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হন। দিনকয়েক বাদে সুরেশের বাড়ির কাছে মাটি খুঁড়ে এক মহিলার কঙ্কাল উদ্ধার হয়। তদন্তকারীদের ধারণা হয়, কঙ্কালটি মালিজের। গ্রেপ্তার হন সুরেশ। জেলেও যেতে হয়। পরে অবশ্য কঙ্কালের ডিএনএ-র সঙ্গে মালিজের পরিবারের ডিএনএ না মেলায় সুরেশ ছাড়া পান। জেল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যান। এরপরেই ঘটে আশ্চর্য ঘটনা।

চলতি মাসের ১ তারিখ সুরেশের স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে শহরের এক হোটেলে দেখা যায়। সুরেশের বন্ধুরা তাঁকে শণাক্ত করেছেন। ছবিও তুলে রাখেন তাঁরা। তা দেখার পর আকাশ ভেঙে পড়ে সুরেশের মাথায়। এই ছবি তুলে পুলিশকেও দেখানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen