করোনার কোপ, আজ থেকে ফের ভক্তদের জন্য বন্ধ উদ্যানবাটির দরজা
গত বছরের মতো এবারও করোনার কারণে কল্পতরু উৎসব উপলক্ষে ১-৩ জানুয়ারি মঠের মূল গেট বন্ধ ছিল। ৪ জানুয়ারি থেকে ফের নির্দিষ্ট সময়ের জন্য মঠের দরজা খোলা রাখা হয়। শনিবার থেকে তা ফের বন্ধ থাকছে।
January 8, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

করোনা সংক্রমণের কারণে আজ, শনিবার থেকে উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটির গেট ভক্তদের জন্য বন্ধ থাকবে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা লাগু থাকবে বলে মঠ সূত্রে জানা গিয়েছে। গত বছরের মতো এবারও করোনার কারণে কল্পতরু উৎসব উপলক্ষে ১-৩ জানুয়ারি মঠের মূল গেট বন্ধ ছিল। ৪ জানুয়ারি থেকে ফের নির্দিষ্ট সময়ের জন্য মঠের দরজা খোলা রাখা হয়। শনিবার থেকে তা ফের বন্ধ থাকছে।