দুর্গাপুজোর ছুটিতে বাঙালি পর্যটকদের ফের কাশ্মীরমুখো করতে ব্যাপক ছাড়ের ঘোষণা

বাঙালি পর্যটকদের আবার কাশ্মীর মুখো করতে তাই পর্যটন ব্যবসায়ীরা ঘোষণা করছেন ব্যাপক ছাড়ের। সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা পর্যটন ব্যবসায়ীদের।

July 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৬: বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপ। জম্মু-কাশ্মীর নয়, ভূস্বর্গ নামেই এই পার্বত্য উপত্যকা পরিচিত পর্যটকদের কাছে। এই নামের সার্থকতা কতটা, তা নিজের চোখে পরখ করতে প্রতি বছর লাখো পর্যটক ভিড় জমান। পহেলগাঁও হামলার পর নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে জম্মু কাশ্মীরের পর্যটন ব্যবসা।

পহেলগাঁও হামলার পর প্রথমবার কলকাতায় এসে বাঙালি পর্যটকদের কাশ্মীর যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন ওমর আবদুল্লা। বৃহস্পতিবার কলকাতায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কাশ্মীর এখন আর ফাঁকা নয়। আমরা সবরকম সুরক্ষা দেব।’ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীর নিয়ে পর্যটকদের মধ্যে যে ভয় তৈরি হয়েছে, তা কাটিয়ে ফের যাতে পর্যটকরা উপত্যকায় ভিড় জমান, সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন ওমর।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি বুঝতে পেরেছি, মানুষের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে। কিন্তু এবার অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ গিয়েছেন। তাঁরা ফিরে এসে বলুন, তাঁরা কি নিজেকে সুরক্ষিত মনে করছেন?

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই হামলার পর কাশ্মীরের পর্যটনশিল্প বিরাট ধাক্কা খেয়েছে। রাতারাতি কাশ্মীরের চেহারা বদলে গিয়েছে। এই প্রসঙ্গে ওমর বলেছেন, ‘ফুল হোটেল থেকে খালি হোটেল দেখেছি , ভর্তি ডাল লেক থেকে খালি ডাল লেক দেখেছি। পহেলগাঁও হামলার আগে ৫০টি বিমান ওঠানামা করত। হামলার পর সেই সংখ্যা ১৫তে নেমে গিয়েছিল। এখন সেই সংখ্যাটা ২০-২৫।কলকাতা থেকেও সরাসরি উড়ান পরিষেবা ফের শুরু হয়েছে।’ এরপরেই ওমর বলেছেন, ‘জম্মু ও কাশ্মীর এখন ফাঁকা নয়। আমরা নিরাপত্তা নিশ্চিত করছি।’জঙ্গিদের চিহ্নিত করে গ্রেফতার করা প্রথম কাজ বলে তিনি জানিয়েছেন।

ওমরের কথায়, ‘জম্মু ও কাশ্মীরে আবারও পর্যটকরা যেতে শুরু করেছেন। আমি এসেছি পর্যটনের প্রসার ঘটাতে।’ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পহেলগাঁওয়ে যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে কিছু কিছু জায়গা নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে।

জঙ্গি হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে কাশ্মীরের পর্যটন ব্যবসার। পর্যটন ব্যবসাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে মরিয়া কাশ্মীরের পর্যটন ব্যবসায়ীরা। বাঙালি পর্যটকদের আবার কাশ্মীর মুখো করতে তাই পর্যটন ব্যবসায়ীরা ঘোষণা করছেন ব্যাপক ছাড়ের। সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা পর্যটন ব্যবসায়ীদের।

পশ্চিমবঙ্গ, গুজরাট এবং মহারাষ্ট্র থেকেই কাশ্মীরে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটকরা ঘুরতে যান। তাই দুর্গাপুজোর ছুটিতে বাঙালি পর্যটকদের কাশ্মীরমুখো করতে ব্যাপক ছাড়ের ঘোষণা। হোটেল, গাড়িতে লাগু এই ছাড়। পাশাপাশি কমেছে বিমানে যাওয়ার খরচও।

পর্যটন ব্যবসায়ীরা বলছেন, জঙ্গি হামলার পর পর্যটন ব্যবসা যেভাবে মুখ থুবড়ে পড়েছিল, তা কিছুটা স্বাভাবিক হলেও এখনও ক্ষরা চলছে। তাই পর্যটকদের জন্য ছাড় ঘোষণা করে ঘুরে দাঁড়াতে চাইছে কাশ্মীর। বিধায়ক ফারুক আহমেদ শাহ বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অ্যাম্বাসেডর। আমাদের আলাদা করে আর কোনও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের প্রয়োজন হয় না। মুখ্যমন্ত্রী আমাদের বলে দিয়েছে, ভারতের যে কোনও প্রান্তের পর্যটন মেলা-অনুষ্ঠান হোকে, সেখানে আমরা অংশ নেব। আমরা প্রমোশন-পাবলিসিটির ওপর এখন ভীষণভাবে জোর দিচ্ছি। বাংলার সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক। অধিকাংশ কাশ্মীরিদের সেকেন্ড হোম বাংলা। আর বাঙালিদের সামাজিক অনুষ্ঠানেও অংশ নেয়। শীতকালে প্রচুর কাশ্মীরি বাংলায় আসেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen