কথাশিল্পী শরৎচন্দ্রের জন্মস্থানকে কেন্দ্র করে কী উদ্যোগ নিচ্ছে বাংলার পর্যটন দপ্তর?

এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি হুগলিবাসী।

September 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হুগলির দেবানন্দপুর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হুগলির দেবানন্দপুরকে কেন্দ্র করে গড়ে উঠতে চলেছে পর্যটন কেন্দ্র। কথাশিল্পীর জন্মস্থানকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই উদ্যোগ নিচ্ছে বাংলা। এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি হুগলিবাসী। তাঁদের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। জানা গিয়েছে, দ্রুত কাজ শুরু হতে চলেছে। প্রাথমিকভাবে দেবানন্দপুর পর্যটন কেন্দ্র গড়ে তুলতে, প্রায় আড়াই কোটি টাকা খরচ নির্ধারণ করা হয়েছে।

দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্মস্থানে দুটি তোরণ তৈরি করা হবে। প্রাচীন পেয়ারী পণ্ডিতের পাঠশালা সংস্কার করা হবে। সংগ্রহ শালা, শিব মন্দির, জোড়া মন্দির সংলগ্ন এলাকার প্রাচীর নির্মাণ ও সংস্কার করা হবে। স্মৃতি মন্দির, কথাশিল্পী শরৎচন্দ্রের মূর্তি, সেমিনার হল এবং স্মৃতি মন্দির সংস্কার করা হবে। পর্যটন কেন্দ্রের মাধ্যমে দেবানন্দপুর চত্বরে থাকা কথাশিল্পীর ছোট বড় যাবতীয় স্মৃতি তুলে ধরা হবে। সমগ্র দেবানন্দপুরকে সাজিয়ে তোলা হবে। অত্যাধুনিক অতিথি নিবাস এবং ক্যান্টিন তৈরি করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen