জল্পনার অবসান: সম্পর্কে সিলমোহর দিলেন জাস্টিন ট্রুডো, কেটি পেরি

October 26, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার পর অবশেষে মার্কিন গায়িকা কেটি পেরি (Katy Perry) এবং ক্যানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) তাঁদের সম্পর্কে সিলমোহর দিয়েছেন। পেরির ৪১তম জন্মদিনে প্যারিসে একসঙ্গে উপস্থিত হয়ে নিজেদের প্রেমের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করলেন দুই তারকা।

জন্মদিনের বিশেষ রাতে কেটি ও ট্রুডোকে দেখা যায় প্যারিসের বিখ্যাত ‘ক্রেজি হর্স’ ক্যাবারে শোতে। অনুষ্ঠান শেষে তাঁরা হাত ধরে বেরিয়ে আসেন, মুখে ছিল হাঁসি, আর বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিক ও অনুরাগীদের উদ্দেশে হাঁসিমুখে হাতও নাড়েন দু’জনে।

একজন ভক্ত কেটিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি গোলাপ উপহার দেন। ট্রুডো সযত্নে কেটিকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন, তারপর নিজেও ওঠেন।

এর আগে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে কেটির ব্যক্তিগত ইয়টে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ছবিগুলি প্রকাশ্যে আসার পর থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মহলে। অবশেষে প্যারিসে জন্মদিনের রাতে হাত ধরাধরি করে উপস্থিত হয়ে কেটি পেরি ও জাস্টিন ট্রুডো নিশ্চিত করলেন, গুজব নয়, তাঁরা সত্যিই প্রেম করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen