জল্পনার অবসান: সম্পর্কে সিলমোহর দিলেন জাস্টিন ট্রুডো, কেটি পেরি
October 26, 2025
|
< 1 min read
Published by: Ritam

জন্মদিনের বিশেষ রাতে কেটি ও ট্রুডোকে দেখা যায় প্যারিসের বিখ্যাত ‘ক্রেজি হর্স’ ক্যাবারে শোতে। অনুষ্ঠান শেষে তাঁরা হাত ধরে বেরিয়ে আসেন, মুখে ছিল হাঁসি, আর বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিক ও অনুরাগীদের উদ্দেশে হাঁসিমুখে হাতও নাড়েন দু’জনে।
একজন ভক্ত কেটিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি গোলাপ উপহার দেন। ট্রুডো সযত্নে কেটিকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন, তারপর নিজেও ওঠেন।
এর আগে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে কেটির ব্যক্তিগত ইয়টে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ছবিগুলি প্রকাশ্যে আসার পর থেকেই দু’জনের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মহলে। অবশেষে প্যারিসে জন্মদিনের রাতে হাত ধরাধরি করে উপস্থিত হয়ে কেটি পেরি ও জাস্টিন ট্রুডো নিশ্চিত করলেন, গুজব নয়, তাঁরা সত্যিই প্রেম করছেন।