Kaushiki Amavasya: নিরাপত্তার চাদরে তারাপীঠ, রইল হাওড়া-রামপুরহাট রুটে বিশেষ ট্রেনের Update

রাত পোহালেই কৌশিকী অমাবস্যা। যা তারাপীঠের (Tarapith) অন্যতম বড় উৎসব।

August 21, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২৮: রাত পোহালেই কৌশিকী অমাবস্যা। যা তারাপীঠের (Tarapith) অন্যতম বড় উৎসব। ইতিমধ্যেই সেজে উঠেছে তারাপীঠ। আজ বৃহস্পতিবার থেকেই ভিড় জমবে তারাপীঠে। পুণ্যার্থীরা যাতে সুশৃঙ্খলভাবে দেবীকে দর্শন ও পুজো দিতে পারেন সেজন্য একাধিক ব্যবস্থা করা হচ্ছে। বাঁশের ব্যারিকেড করা হচ্ছে। ফুল ও আলোর মালায় সাজিয়ে তোলা হবে গোটা মন্দির চত্বর। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা তারাপীঠকে।

দেবী তারার অপর নাম কৌশিকী। শুম্ভ, নিশুম্ভকে বধ করতে দেবী নিজ দেহকোষ থেকে এক দেবীমূর্তিতে আবির্ভূতা হয়েছিলেন। এই তিথিতেই তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। এই বিশেষ তিথিতে পুণ্যলাভের আশায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। আগামী শুক্রবার দুপুরে এই তিথি শুরু হচ্ছে। থাকবে পরের দিন দুপুর পর্যন্ত। শুক্রবার ভোর ৪টেয় দেবীকে স্নান ও মঙ্গলারতির পর গর্ভগৃহ খুলে দেওয়া হবে। তারপর দেবী কৌশিকীর পুজো শুরু হবে। সন্ধ্যায় স্বর্ণালঙ্কার পরিয়ে দেবী তারাকে রাজবেশে সাজিয়ে তোলা হবে।

মন্দির কমিটির আশা, এবার প্রায় পাঁচ লক্ষেরও বেশি ভক্ত সমাগম হবে। তাই নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। ভক্তদের পুজো দেওয়ার লাইন বাঁশের ব্যারিকেড করে ঘিরে দেওয়া হচ্ছে। পুজো দেওয়ার জন্য থাকছে সাধারণ, বিশেষ ও প্রোটোকল লাইন। কৌশিকী অমাবস্যা উপলক্ষে মন্দিরে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়িয়ে ৩০০ করা হয়েছে। গোটা মন্দির চত্বর ও ভিআইপি রাস্তার পূর্ব সাগরের মোড় পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পুলিশ গোটা মন্দির এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলেছে। মন্দির চত্বরেই থাকছে মেডিক্যাল ক্যাম্প, অগ্নি নির্বাপক ব্যবস্থা। তারাপীঠের জনবহুল মোড়গুলিতে ওয়াচ টাওয়ারের পাশাপাশি জায়েন্ট স্ক্রিন লাগানো হচ্ছে পুলিশের তরফে। যাঁরা ভিড়ের জন্য মন্দিরে ঢুকতে পারবেন না তাঁরা জায়েন্ট স্ক্রিনে মাধ্যমে দেবীর পুজো ও আরতি দেখতে পারবেন। পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকবে ২৭০০ পুলিশ কর্মী। ১০টি ওয়াচ টাওয়ার, ৩৭টি ড্রপগেট ও একাধিক অ্যান্টি ক্রাইম টিম থাকবে। থাকবে র‌্যাফ ও সাদা পোশাকের পুলিশ। পুণ্যার্থীরা কোনও সমস্যায় পড়লে যাতে পুলিশকে জানাতে পারেন সেজন্য ২১টি পুলিশ সহয়তা বুথ করা হবে। ড্রোন ক্যামেরার মধ্যমেও নজরদারি চালানো হবে। শ্মশান, মন্দিরের প্রবেশ ও প্রস্থান গেট, মুণ্ডমালিনীতলা ও বামদেব ঘাটে বিশেষ নজরদারি চালানো হবে বলে। যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ২টোর পর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

কৌশিকী অমাবস্যা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন। বুধবারই বিজ্ঞপ্তি জারি করেছে তা জানিয়েছে পূর্ব রেল। রামপুরহাট ও হাওড়া রুটে স্পেশ্যাল ট্রেন চলবে শুক্রবার, শনিবার, রবিবার। ০৩০০১/০৩০০২ স্পেশাল ট্রেন বীরভূমের রামপুরহাট ও হাওড়ার মধ্যে চালানো হবে। ০৩০০১ হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেন হাওড়া থেকে ভোর ৫ টা ৪৫ মিনিটে ছাড়বে। সকাল ৯ টা ৪৫ মিনিটে তা রামপুরহাট পৌঁছবে। ০৩০০২ রামপুরহাট-হাওড়া স্পেশাল ট্রেনটি বেলা ১১টা ৩২ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে, দুপুর ৩টে ৫৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর-শান্তিনিকেতন ও সাঁইথিয়াতে ট্রেন দাঁড়াবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen