প্রয়াত চিত্রশিল্পী এবং কাজি নজরুলের নাতি কাজি অনির্বাণ

পুজোর আগেই শোক সংবাদ!

October 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

পুজোর আগেই শোক সংবাদ! বুধবার মাত্র ৪৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রশিল্পী কাজি অনির্বাণ। সম্পর্কে তিনি কাজি নজরুল ইসলামের নাতি। নজরুলের কনিষ্ঠতম পুত্র কাজি অনিরুদ্ধর বড় ছেলে অনির্বাণ মৃত্যুর সময় সুইজারল্যান্ডে এক হোটেলে ছিলেন। তিনি সেখানে কয়েকদিন আগেই সস্ত্রীক বেড়াতে এসেছিলেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অনির্বাণের প্রয়াণের খবর নিশ্চিত করেছেন নজরুলের বড় ছেলে কাজি সব্যসাচীর কন্যা ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী খিলখিল কাজি। জানা গেছে, কলকাতায় সমাহিত করা হবে প্রয়াত শিল্পীকে।

প্রসঙ্গত, নজরুল জীবিত থাকার সময়ই ১৯৭৪ সালে মারা যান কাজি অনির্বাণের বাবা সঙ্গীতশিল্পী কাজি অনিরুদ্ধ। তাঁর মা কল্যাণী কাজি একজন লেখক ও সঙ্গীতশিল্পী। কল্যাণী ও অনিরুদ্ধর তিন সন্তানের মধ্যে সবচেয়ে বড় অনির্বাণ। ছোট ছেলে কাজি অরিন্দম। তাঁদের একমাত্র মেয়ের নাম কাজি অনিন্দিতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen