খালিদ জামিলের বড় পরীক্ষা! সিঙ্গাপুরে ভারতের সামনে আজ মরণ-বাঁচন ম্যাচ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৭: এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ফাইনাল রাউন্ডে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও সিঙ্গাপুর। গ্রুপ ‘সি’-এর এই ম্যাচটিকে ইতিমধ্যেই অনেকেই ‘ডু অর ডাই’ হিসেবে দেখছেন। কারণ, এই গ্রুপের একমাত্র চ্যাম্পিয়ন দলই সরাসরি জায়গা পাবে মূল পর্বে।
বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ভারত সিঙ্গাপুরের থেকে ২৪ ধাপ এগিয়ে ভারত ১৩৪ আর সিঙ্গাপুর ১৫৮ নম্বরে। তবে বাস্তব চিত্রে এগিয়ে সিঙ্গাপুরই। কারণ, তারা ইতিমধ্যেই ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে। অন্যদিকে, ভারতের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। প্রথম ম্যাচে তারা ড্র করেছিল বাংলাদেশের বিরুদ্ধে শিলংয়ে, আর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের কাছে হেরেছে। এই ব্যর্থতার পরই বরখাস্ত করা হয় কোচ Manolo Marquez-কে এবং দায়িত্ব দেওয়া হয় Khalid Jamil-এর হাতে।
জামিলের অধীনে ভারতের শুরুটা হয়েছিল ভালোই। গত মাসে তারা CAFA Nations Cup 2025-এ জেতে ব্রোঞ্জ পদক। তবে বড় টুর্নামেন্টের আগে দলের ম্যাচ প্র্যাকটিস খুব একটা হয়নি। কারণ, Indian Super League (আইএসএল) এখনো শুরু হয়নি এবং সুপার কাপও দেরিতে শুরু হচ্ছে। তাছাড়া জাতীয় শিবিরে খেলোয়াড়দের অনেককেই ক্লাবের কারণে দেরিতে যোগ দিতে হয়েছে।
এই ম্যাচের পর ১৪ অক্টোবর গোয়াতে আবারও সিঙ্গাপুরের মুখোমুখি হবে ভারত। তাই এই অ্যাওয়ে ম্যাচে অন্তত ড্র করাটাও গুরুত্বপূর্ণ। হেড কোচ খালিদ ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে বলেছেন, “অ্যাওয়ে ম্যাচ কঠিন, কিন্তু আমাদের অবশ্যই একটা পজিটিভ রেজাল্ট দরকার। গত মাসে CAFA আমাদের দল গঠনে সাহায্য করেছে, আর খেলোয়াড়রাও পেশাদার তারা জানে কীভাবে প্রস্তুত হতে হয়।
এখনও পর্যন্ত গ্রুপ সি-এর চিত্র বলছে, সিঙ্গাপুর ও হংকং ৪ পয়েন্ট করে নিয়ে এগিয়ে। বাংলাদেশ ও ভারত ১ পয়েন্টে পিছিয়ে। যদি আজ ভারত সিঙ্গাপুরকে হারায় এবং হংকং বাংলাদেশে হারে, তাহলে ভারত উঠে আসবে শীর্ষে। এমনকি হংকং যদি জেতে বা ড্র করে, তাহলেও সিঙ্গাপুরকে হারালে ভারত দ্বিতীয় স্থানে উঠতে পারবে। কিন্তু ড্র করলে ভারত থেকে যাবে তিন নম্বরে, আর হেরে গেলে যোগ্যতার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে।
ভারত ও সিঙ্গাপুর এখনও পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১২ বার, সিঙ্গাপুর জিতেছে ১১ বার। শেষ সাক্ষাৎ হয়েছিল ২০২২ সালে, যা ১-১ ড্র হয়।
তারিখ: ৯ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার)
সময়: বিকেল ৫টা (ভারতীয় সময়)
ভেনু: ন্যাশনাল স্টেডিয়াম, সিঙ্গাপুর
লাইভ স্ট্রিমিং: FanCode