ভালোবাসার মাসেই সুখবর দিলেন তারকা দম্পতি কিয়ারা আডবানি ও সিদ্ধাথ মালহোত্রা
বলিউডে জনপ্রিয় অভিনেত্রী কিয়ার আডবানি অন্যদিকে সিদ্ধাথ মালহোত্রা কোনো অংশে কম যায় না।’স্টুডেন্ট অফ দি ইয়ার’ সিনেমা দিয়ে পথ চলা শুরু পরবর্তীকালে একের পর এক হিট সিনেমা দিয়ে গেছেন দর্শকদের। অন্যদিকে কিয়ারা বলিউড এবং সাউথ ইন্ডিয়ান মুভি দুই ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করে যাচ্ছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউডে জনপ্রিয় অভিনেত্রী কিয়ার আডবানি অন্যদিকে সিদ্ধাথ মালহোত্রা কোনো অংশে কম যায় না।’স্টুডেন্ট অফ দি ইয়ার’ সিনেমা দিয়ে পথ চলা শুরু পরবর্তীকালে একের পর এক হিট সিনেমা দিয়ে গেছেন দর্শকদের। অন্যদিকে কিয়ারা বলিউড এবং সাউথ ইন্ডিয়ান মুভি দুই ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করে যাচ্ছেন।

২০২৩ বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। ডেস্টিনেশন ওয়েডিং করে তাক লাগিয়েছিলেন এই তারকা দম্পতি। তাদের বিয়ের প্রতিটি মুহূর্ত দর্শকদের মন কাড়ে। নেট দুনিয়ায় ভাইরাল হয় তাদের রাজকীয় বিয়ের মুহূর্ত। বিয়ের ঠিক দুই বছর পূর্ণ হতে ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক ছবি পোস্ট করেন কিয়ারা।
কিয়ারা এবং সিদ্ধাথ এর চার হাতে ছোট্ট একজোড়া বাচ্ছাদের সাদা মোজা এবং ক্যাপশন লেখা ”আমাদের জীবনের সেরা উপহার, শীঘ্রই আসছে”। তার এই পোস্ট সমাজ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।অনুরাগীদের পাশাপাশি অনেক তারকা হবু মা-বাবাকে শুভেচ্ছা জানায়।

‘শেরশাহ’ ছবির শুটিং সময় প্রেমের বন্ধনে আবদ্ধ হন তারা। তার পর ২০২৩ সালে ভালোবাসা পূর্ণতা লাভ করে। একাধিক সাক্ষাৎকারে তারকা দম্পতির ভালোবাসা পরিস্ফুটিত হয়। বলিউডের ডিভা কিয়ারা আগামাদিনে ‘ডন-৩’ ছবিতে দেখা যাবে। অন্যদিকে বলিউডের হ্যান্ডসাম ম্যান সিদ্ধাথকে ‘পরম সুন্দরী’ ছবিতে দেখা যাবে।

কিয়ারা আডবানি ও সিদ্ধাথ মালহোত্রা আগামী জীবন যেন সুমধুর হোক।