মাতৃত্বের ছোঁয়ায় জীবনের সেরা জন্মদিন কিয়ারার

আমার স্বামী, মা-বাবা এবং সন্তানকে নিয়ে এ যেন এক নতুন যাত্রা। এত ভালোবাসা আর আশীর্বাদে আমি আপ্লুত। এটাই আমার জীবনের সেরা জন্মদিন।’’

August 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৫.২৫: ৩৪ বছরে পা দিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি(Kiara Advani)। তবে এই জন্মদিন প্রত্যেক বারের থেকে একেবারেই আলাদা। কারণ, মা হওয়ার পর এটাই তাঁর প্রথম জন্মদিন। মাত্র কুড়ি দিন আগেই, ১৬ জুলাই, কিয়ারা ও তাঁর স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা( Sidharth Malhotra) কন্যাসন্তানের জন্মের সুখবর ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ জানিয়েছিলেন— মা ও সন্তান দু’জনেই সুস্থ। সেই থেকে বলিউডে শুভেচ্ছার জোয়ার, আর হাসপাতালের সামনে পাপারাজ্জিদের ভিড়। কিন্তু সদ্যোজাতকে দূরে রাখতেই ছবি না তোলার অনুরোধ করেছিলেন দম্পতি।

জন্মদিনের দিন যদিও কিয়ারা নিজে কোনও পোস্ট করেননি। কিন্তু পরের দিন সকালে, পরিবারের সঙ্গে সময় কাটানোর এক ঝলক তিনি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। ইনস্টাগ্রামে শেয়ার করলেন বিশেষ থিমে তৈরি একটি কেকের ছবি। সাদা কেকের উপরে ছিল মায়ের কোলে এক নবজাতকের আদলে ছোট্ট একটি পুতুল। খুব স্বাভাবিক ভাবেই বোঝা যায়, এই কেকের ভাবনায় ছিল মা হওয়ার অনুভব। জানা গেছে, এই চমকটি দিয়েছেন সিদ্ধার্থ নিজেই। স্ত্রীর প্রথম মাতৃত্বের জন্মদিন স্মরণীয় করে তুলতেই তাঁর এই আয়োজন।

নিজের পোস্টে কিয়ারা লেখেন, ‘‘আমার সন্তানের জন্মের পর এই প্রথম জন্মদিন। আমার স্বামী, মা-বাবা এবং সন্তানকে নিয়ে এ যেন এক নতুন যাত্রা। এত ভালোবাসা আর আশীর্বাদে আমি আপ্লুত। এটাই আমার জীবনের সেরা জন্মদিন।’’

সিদ্ধার্থ-কিয়ারার ঘর আলো করে আসা সেই ছোট্ট অতিথিকে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা চূড়ায়। তবে দম্পতির সিদ্ধান্ত স্পষ্ট— মিডিয়ার চোখে নয়, মেয়েকে বড় করতে চান ব্যক্তিগত পরিসরে। অনুরাগীরাও তা বুঝে নিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen