কোন কোন ছবি দেখানো হচ্ছে KIFF-র সেন্টেনারি ট্রিবিউট বিভাগে?

বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে দুই কিংবদন্তি পরিচালক, জঁ লু গোদার ও তরুণ মজুমদারের ছবি দেখানো হবে

December 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেন্টেনারি ট্রিবিউট বিভাগে থাকছে হৃষীকেশ মুখোপাধ্যায়, ভারতী দেবী, দিলীপ কুমার, অসিত সেন, কে আসিফ, আল্যাঁ রেনে, আলি আকবর খাঁ, পাওলো পাসোলনির ছবি। বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে দুই কিংবদন্তি পরিচালক, জঁ লু গোদার ও তরুণ মজুমদারের ছবি দেখানো হবে।

কোন কোন পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীর কোন কোন ছবি থাকছে সেন্টেনারি ট্রিবিউট বিভাগে, দেখে নিন তালিকা

আল্যাঁ রেনে: প্রাইভেট ফিয়ারস ইন পাবলিক প্লেসেস, হিরোশিমা মাই লাভ
পাওলো পাসোলনি: দ্যি গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট ম্যাথিউ, অ্যাকাট্টনে, স্যালো অর দ্যি ১২০ ডেজ অফ সোদোমা, এডিপো রে
মাইকেল ক্যাকওয়ানিস: দ্যি টরজান অম্যান, ইফিজেনিয়া, ইলেকট্রা, জোরবা দ্যি গ্রিক

কে আসিফ: মোঘল-ই-আজম
ভারতী দেবী: সাগর সঙ্গমে
অসিত সেন: চলাচল, উত্তর ফাল্গুনী, দীপ জ্বেলে যাই
হৃষীকেশ মুখোপাধ্যায়: মিলি, অনুরাধা, আনন্দ, অনুপমা, আনারি, বেমিসাল, সত্যকাম, অভিমান
দিলীপ কুমার: গঙ্গা যমুনা, শক্তি, মোঘল-ই-আজম
আলি আকবর খাঁ: ক্ষুধিত পাষাণ

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen