কলকাতায় এসে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিদ্যা, বললেন – জীবনে অনেক বাঙালির কাছে কৃতজ্ঞ

যে পরিচালকের হাত ধরে অভিনয়জীবন শুরু করেছিলেন, তিনি আর নেই। তাই ‘গৌতমদা’র (হালদার) স্মৃতিচারণা করতে গিয়ে অভিনেত্রীর চোখ জল চলে আসে।

December 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে জীবনের প্রথম কাজের স্মৃতি নিয়ে আবেগপ্রবণ বিদ্যা বালান। যে পরিচালকের হাত ধরে অভিনয়জীবন শুরু করেছিলেন, তিনি আর নেই। তাই ‘গৌতমদা’র (হালদার) স্মৃতিচারণা করতে গিয়ে অভিনেত্রীর চোখ জল চলে আসে।

২০০৩ সালে মুক্তি পায় গৌতম হালদারের ‘ভাল থেকো’ ৷ তার প্রায় ২১ বছর পর সেই ছবি আবারও দেখানো হল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শিশির মঞ্চে দেখানো হয় এই ছবি। সেই উৎসবে হাজির ছিলেন ছবি গল্পের নায়িকা আনন্দী অর্থাৎ বিদ্যা।

এদিন স্বীকার করে নিলেন জীবনে অনেক বাঙালির কাছে তিনি বিশেষভাবে কৃতজ্ঞ। তিনি যেমন প্রদীপ সরকারের স্নেহধন্যা হয়ে ‘পরিণীতা’ ছিলেন, তেমনই সুজয় ঘোষের ‘কাহানি’তে তিনি বঙ্গনারী ‘বিদ্যা বাগচী’। প্রথম সিনেমাও বাংলা।
অন্যদিকে তার ফিল্মি ক্যারিয়ারে অন্যতম জনপ্রিয় চরিত্র ‘মঞ্জুলিকা’ও বাঙালি ভূত। বিদ্যা বালান জানালেন, ‘বিজ্ঞাপনী কাজ করার সময়েও অনেকে বলেছেন আমাকে মাধবী মুখার্জির মতো দেখতে।’
বলিউডে কাজ করলেও বাংলা তার সঙ্গে জড়িত। সে প্রসঙ্গ টেনেই অভিনেত্রীর মন্তব্য, ‘জীবনে অনেক বাঙালিকে আমার ধন্যবাদ জানানোর আছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen