KIFF 2025: পরের বছর আরও বড় ফিল্ম উৎসব হবে, সমাপ্তি অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৭: চলচ্চিত্র উৎসবের শেষ দিন, রবীন্দ্র সদন ভিড়ে ঠাঁসা। সেজে উঠেছে সমাপ্তি অনুষ্ঠান মঞ্চ। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2025) সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করলেন, “পরের বছর আরও বড় আকারে ফিল্ম উৎসব হবে।” আট দিন ধরে চলা এই চলচ্চিত্র উৎসবের শেষ দিনে আচমকা উপস্থিত হয়ে তিনি দর্শকদের চমকে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমার এখানে আসার কথা ছিল না। অন্য একটি জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল। তবে আমি সারপ্রাইজ ভিজিট করতে এসেছি।” তাঁর এই উপস্থিতি উৎসবের শেষ দিনে বাড়তি উন্মাদনা যোগ করে।
মঞ্চে টলিউডের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “বিশ্বের সেরা ছবি বানাতে পারে টলিউড। এখানে সেই ক্যাপাসিটি রয়েছে। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী- সকলেই অত্যন্ত দক্ষ ও পরিশ্রমী।” এরপরই তিনি জানান, আগামী বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।
এদিনের অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন অভিনেত্রী ও সাংসদ জুন মালিয়া (June Malia)। উপস্থিত ছিলেন স্বামী পিনাকি মিশ্র, মহুয়া মৈত্র, দেব, সৃজিত মুখোপাধ্যায়, শান্তনু মৈত্র, গৌতম ঘোষ, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাস।
অনুষ্ঠানের কিছু আগেই দেখা গিয়েছিল তাঁকে, ঋত্বিক ঘটককে ঘিরে আয়োজিত এক বিশেষ সেমিনারে, যেখানে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু কিছু সময় পর সমাপ্তি অনুষ্ঠানে যখন মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেন, তখন দর্শকাসনে বা মঞ্চের পাশে কোথাও দেখা যায়নি পরমব্রতকে। সেই সময়েই মুখ্যমন্ত্রী নিজেই তাঁকে খুঁজে জানতে চান, “পরম কোথায়?” মঞ্চে তখন সঞ্চালনায় জুন মালিয়া। তিনি বলেন, “পরমব্রত অসুস্থ। গলায় ইনফেকশন হয়েছে। ব্যাকস্টেজে রয়েছেন।” সঙ্গে জানান, এই মুহূর্তে তাঁর সঙ্গে সহ-সঞ্চালক হিসেবে আছেন উজান গঙ্গোপাধ্যায়।