KIFF 2025: নেই শাহরুখ-সলমন, উদ্বোধনী মঞ্চের অতিথি তালিকায় বলিউডের কারা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫০: বৃহস্পতিবার শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2025)। প্রতি বছরের মতোই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে থাকে নানা চমক। তবে এবার সেই চমকের তালিকায় নেই বলিউডের (Bollywood) পরিচিত মুখরা। শাহরুখ খান, সলমন খান, অমিতাভ বচ্চন কিংবা জয়া বচ্চন- কেউই থাকছেন না উদ্বোধনী মঞ্চে। গত বছরও তাঁদের দেখা যায়নি, এবারেও একই দৃশ্য।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানে (Inaugural Ceremony) প্রদীপ প্রজ্বলন করবেন বাংলার ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিশেষ অতিথি হিসেবে মুম্বই থেকে উপস্থিত থাকবেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha), গায়িকা আরতি মুখোপাধ্যায় (Arati Mukhopadhyay), ‘কাহানি’ ছবির পরিচালক সুজয় ঘোষ (Sujay Ghosh) এবং ‘শোলে’ ছবির পরিচালক রমেশ সিপ্পি (Ramesh Sippy)। ‘শোলে’ ছবির ৫০ বছর পূর্তি উপলক্ষেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘সপ্তপদী’।
এ বছর KIFF-এ প্রদর্শিত হবে ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার চলচ্চিত্রও থাকছে উৎসবের তালিকায়। ধনধান্য স্টেডিয়ামে বিকেল ৪টেয় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
চলচ্চিত্র উৎসবের আয়োজনে থাকছে ‘গানে গানে সিনেমা’, সেমিনার, আলোচনা সভা। ভারত-সহ মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি প্রদর্শিত হবে এবারের KIFF-এ।