KIFF 2025: শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়কে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী

November 6, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৫: আজ সিনেমা উৎসবে জমজমাট ধনধান্য অডিটোরিয়াম। বৃহস্পতিবার ৬ই নভেম্বর সন্ধ্যায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2025) উদ্বোধনী মঞ্চে এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল শহর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে বঙ্গবিভূষণ সম্মান পেলেন কিংবদন্তি গায়িকা আরতি মুখোপাধ্যায় (Aarti Mukherji) ও বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)।

উৎসবের উদ্বোধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক পর্ব। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট শিল্পী, অভিনেতা-অভিনেত্রী এবং দেশের নানা প্রান্ত থেকে আগত অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও জুন মালিয়া (June Malia)।

যখন মুখ্যমন্ত্রী দুই বর্ষীয়ান শিল্পীর হাতে রাজ্যের সর্বোচ্চ বেসামরিক সম্মান তুলে দেওয়ার মুহূর্তে করতালির গর্জনে মুখর হল অডিটোরিয়াম। আবেগে ভরা কণ্ঠে শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) বলেন,“পাঁচ বছর ধরে এই উৎসবে নিয়মিত আসছি। আজ মুখ্যমন্ত্রীর হাত থেকে বঙ্গবিভূষণ (Banga Bibhushan) পেয়ে সত্যিই গর্বিত। আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অন্যদিকে, আবেগে ভেসে ওঠেন আরতি মুখোপাধ্যায়। বলেন, “এই সম্মান আমি ভালোবাসা দিয়ে গ্রহণ করেছি। মমতা সত্যিই এক অসাধারণ মানুষ। তাঁর সংগীতপ্রেম, তাঁর কাজের আন্তরিকতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এই সম্মান নেওয়ার সময় আমি নিজেকে সামলাতে পারিনি-চোখে জল চলে এসেছিল।”

মঞ্চে মুখ্যমন্ত্রী জানান, “আরতিদি আমাদের একটার পর একটা অমূল্য গান উপহার দিয়েছেন। আজ তাঁর হাতে বঙ্গবিভূষণ তুলে দিতে পেরে আমরা কৃতজ্ঞ। উনি সুস্থ থাকুন, গানে থাকুন-এটাই কামনা।”

সন্ধ্যার আবহে যোগ হয় ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নৃত্য পরিবেশনা। তাঁর নাচ যেন সিনেমার পর্দাকে ছুঁয়ে গেল। মুখ্যমন্ত্রী নিজের লেখা গানের লাইন, “এসো মনের দরজা খোলো, এসো এখনই আলো জ্বালো” মঞ্চে নতুন মাত্রা এনে দেয়।

বাংলা সিনেমা ও সংগীতে আরতি মুখোপাধ্যায়ের অবদান অপরিসীম। ‘এই মোম জোছনায়’, ‘যদি আকাশ হত আঁখি’, ‘আমি মিস ক্যালকাটা’- এমন বহু গান আজও শ্রোতাদের হৃদয়ে বেঁচে আছে।

অন্যদিকে, শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)- যিনি দেব আনন্দের ‘প্রেম পূজারী’ থেকে শুরু করে গৌতম ঘোষের ‘অন্তরজলী যাত্রা’ পর্যন্ত নিজের অভিনয়ের ছাপ রেখেছেন, তিনিও বলিউড থেকে বাংলার দর্শকের প্রিয় মুখ। রাজনীতিতেও তাঁর অবদান উল্লেখযোগ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen