KIFF 2025: চলচ্চিত্র উৎসবে কোন কোন ছবি দেখানো হবে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: দোরগোড়ায় ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৬-১৩ নভেম্বর পর্যন্ত চলবে এবারের চলচ্চিত্র উৎসব। সম্পূর্ণ নতুন একটি বিভাগ যুক্ত হয়েছে এ বছর। বিভাগটির নাম বিয়ন্ড বর্ডার্স। পরিযায়ী ও উদ্বাস্তু সমস্যা সংক্রান্ত ছবি থাকছে এই বিভাগে। রোহিঙ্গাদের নিয়ে জাপানি পরিচালকের তৈরি ছবিও থাকছে। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি পোল্যান্ড।
এ বছর ঋত্বিক ঘটকের শতবর্ষ। তাঁর রেট্রোস্পেকটিভের শুরু হবে ‘তিতাস একটি নদীর নাম’ দিয়ে। তাঁর পরিচালিত বেশ কয়েকটি ছবি দেখা যাবে রেস্টোর্ড সংস্করণ। থাকছে বিশেষ সেমিনার। ঋত্বিক ঘটককে নিয়ে বলবেন তাঁর ছাত্র আদুর গোপালকৃষ্ণণ।
প্রদর্শিত হবে সত্যজিৎ রায়ের ‘অরণের দিনরাত্রি’ এবং বিমল রায়ের ‘দো বিঘা জমিন’-র রেস্টোর্ড সংস্করণ। দুটি নির্বাক চলচ্চিত্রের শতবর্ষ উদযাপন করা হবে। তালিকায় রয়েছে, চার্লি চ্যাপলিনের ‘দ্য গোল্ড রাশ’ এবং ফ্রাঞ্জ ওস্টেন ও হিমাংশু রাইয়ের ‘প্রেম সন্ন্যাস’ (দ্য লাইট অফ এশিয়া)। রেট্রোস্পেকটিভে থাকছে সলিল চৌধুরী, গুরু দত্ত, বসন্ত চৌধুরী।
রাজ খোসলা, সন্তোষ দত্ত, স্যামুয়েল পেকিনপা, রিচার্ড বার্টন এবং সলিল চৌধুরীর শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে তাঁদের ক্লাসিক সিনেমাগুলি প্রদর্শিত হবে। খোসলার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে দেখানো হবে দেব আনন্দ এবং সুচিত্রা সেন অভিনীত ‘বোম্বাই কা বাবু’। প্রেম কাপুরের ‘বদনাম বস্তি’, যা সম্ভবত ভারতের প্রথম কুইয়ার চলচ্চিত্র, এবং আন্তর্জাতিক ক্লাসিক ‘হু ইজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ?’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্ট’, ‘ব্লু ভেলভেট’ এবং ‘দ্য ওয়ে উই ওয়ার’র মতো ছবি প্রদর্শিত হবে।
ইতিমধ্যেই উৎসব কর্তৃপক্ষ প্রতিযোগিতার ছয়টি বিভাগে মনোনীত চলচ্চিত্রগুলির নাম ঘোষণা করেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা (ইনোভেশন ইন মুভিং ইমেজেস), ভারতীয় ভাষার সিনেমা, এশিয়ান সিলেক্ট, ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের ছবি, ভারতীয় তথ্যচিত্র এবং বেঙ্গলি প্যানোরমা– এই বিভাগগুলি প্রতিযোগিতামূলক। প্রসঙ্গত, আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের ১৫টি ছবির মধ্যে একমাত্র ভারতীয় তথা বাংলা ছবি হিসআবে জায়গা করে নিয়েছে প্রদীপ্ত ভট্টাচার্যের ‘নধরের ভেলা’।