ভাল নেই কিং খান, কেন দেশ ছাড়লেন বলিউডের বাদশা?

মঙ্গলবার আমেরিকায় গেলেন শাহরুখ খান।

July 31, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভাল নেই কিং খান! ২০২৩ সালে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে কামব্যাক করেছেন শাহরুখ খান। তারপর শুটিং থেকে বিরতি নিয়ে দূরে ছিলেন তিনি। আইপিএল-এ প্রায় প্রতিটা ম্যাচে তিনি মাঠে ছিলেন। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কিং খান। কয়েকমাস যেতে না যেতে এবার চোখের সমস্যায় জেরবার শাহরুখ।

মঙ্গলবার আমেরিকায় গেলেন শাহরুখ খান। কয়েক দিন ধরে চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। মুম্বইয়ে চোখের চিকিৎসা করান। যদিও তাতে সুরাহা হয়নি বলেই জানা গিয়েছে। শোনা যাচ্ছে, অভিনেতার বাম চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসা করাতেই আমেরিকায় গেলেন তিনি।

উল্লেখ্য, সোমবার অর্থাৎ ২৯ জুলাই মুম্বইয়ের এক হাসপাতালে চোখের চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, ৩০ জুলাই আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি। কিছুদিন আগেই শোনা গিয়েছিল তাঁর চোখে একটা অপারেশন হয়েছে। তাতেই হয়তো জটিলতা। প্রসঙ্গত, বেশ কয়েকমাস বিশ্রামে ছিলেন শাহরুখ। শাহরুখ খানের অসুস্থ হওয়ার খবরে উদ্বেগে ভক্তরা। চোখে ঠিক কী হয়েছে, তা জানা না-যাওয়ায় চিন্তায় ভক্তরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen