রুদ্ধশ্বাস লড়াইয়ে কিংস ইলেভেন পঞ্জাব ৫ রানে হারাল সানরাইজার্স হায়দ্রাবাদকে

সংযুক্ত আরব আমিরশাহিতে গত বারের আইপিএল-এ শারজায় খেলা মানেই ছিল রানের বন্যা।

September 26, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সংযুক্ত আরব আমিরশাহিতে গত বারের আইপিএল-এ শারজায় খেলা মানেই ছিল রানের বন্যা। এ বারের আইপিএল-এ একেবারেই অন্য চিত্র। দু’টি ম্যাচ হয়ে গেলেও দেড়শো রান পেরোতেই হিমশিম খাচ্ছে বেশিরভাগ দল। শনিবারের ম্যাচে দু’দলই কম রান তুললেও হাড্ডাহাড্ডি লড়াই হল। শেষমেশ সানরাইজার্স হায়দরাবাদকে (১২০-৭) ৫ রানে হারিয়ে দিল পঞ্জাব কিংস (১২৫-৭)।

টসে জিতে ফিল্ডিং নেয় হায়দরাবাদ। সেই ভাবনা কাজেও লাগে। শুরু থেকেই একের পর এক উইকেট পড়তে থাকায় বার বার ধাক্কা খাচ্ছিল পঞ্জাবের রান তোলার গতি। কেএল রাহুল শুরুতে কিছুক্ষণ চালিয়ে খেললেও ১৮ রানের মাথায় ফিরে যান। ময়াঙ্ক আগরওয়ালও (৫) টিকতে পারেননি। ক্রিস গেলও (১৪) ব্যর্থ। পঞ্জাবের ধস আটকান এডেন মারক্রাম (২৭)। তবে রান তোলার গতি অনেকটাই কমে যায়। হরপ্রীত ব্রারের অপরাজিত ১৮ রানের সৌজন্যে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১২৫ তোলে পঞ্জাব।

ব্যাট করতে হায়দরাবাদেরও একই অবস্থা হয়। ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়ামসনকে ফিরিয়ে তাদের জোড়া ধাক্কা দেন মহম্মদ শামি। এরপর শুরু হয় রবি বিষ্ণোইয়ের স্পিনের জাদু। মণীশ পান্ডে (১২), কেদার যাদব (১২) এবং আব্দুল সামাদকে (১) ফেরান তিনি। একদিক ধরে রেখেছিলেন ঋদ্ধিমান সাহা। কিন্তু তিনিও ৩১ রানের বেশি করতে পারেননি। জেসন হোল্ডার অপরাজিত ৪৭ করলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। নাথান এলিসকে একটি ছয় মারলেও জয়ের প্রয়োজনীয় রান তুলতে পারেননি হোল্ডার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen