দিল্লির ভয়াবহ দূষণে মোদীর কাছে আবেদন কিরণ বেদীর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন প্রাক্তন পুলিশ-প্রধান

November 29, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩২: দিল্লির বায়ুদূষণ যখন দিনকে দিন ভয়াবহ আকার নিচ্ছে, ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সরাসরি আবেদন জানালেন প্রাক্তন পুলিশ আধিকারিক কিরণ বেদী। শুক্রবার রাজধানীর একাধিক অঞ্চলে বায়ুমান সূচক পৌঁছয় ৩৬৯-এ, যা ‘খুবই খারাপ’ বিভাগে পড়ে। সেই প্রেক্ষিতেই দূষণ রোধে জরুরি হস্তক্ষেপের দাবি তুলেছেন তিনি।

সামাজিক মাধ্যমে লিখে কিরণ বেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী যেন তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই ইস্যুকে গুরুত্ব দিয়ে তোলেন। পাশাপাশি তিনি স্মরণ করিয়েছেন, তিনি পুদুচেরির লেফটেন্যান্ট-গভর্নর থাকাকালীন প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বৈঠকের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত নিয়েছিলেন।

প্রধানমন্ত্রীকে তিনি পরামর্শ দিয়েছেন, প্রতিবেশী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবদের সঙ্গে প্রতি মাসে ভার্চুয়াল বৈঠক করে দূষণ-রোধের অগ্রগতি খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়া উচিত। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী সরাসরি তদারকি করলে সাধারণ মানুষ আশ্বস্ত হবেন এবং সমাধানের পথে এগোনো সহজ হবে।

কিরণ বেদী আরও বলেন, সব বয়সের মানুষের কাছে পৌঁছনোর জন্য দূষণ নিয়ে সচেতনতা বার্তা প্রধানমন্ত্রী তাঁর নিয়মিত বক্তব্যে তুললে তা অত্যন্ত কার্যকর হবে। তাঁর দাবি, দিল্লি গত দশ বছরের ক্ষতি কাটিয়ে উঠতে এই ক্ষেত্রেও ‘ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগের অপেক্ষায় রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen