পর পর দুই ম্যাচ হার, লিগ টেবিলে জোর ধাক্কা খেল কেকেআর

মুম্বই ইন্ডিয়ান্স এখনও কোনও ম্যাচ জেতেনি। লিগ টেবিলে সবার শেষে তারা। চেন্নাই একটি ম্যাচ জিতে নয় নম্বরে। দিল্লি চারটি ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে দিল্লি।

April 16, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌঃ জি নিউজ

লিগ টেবিলে নামতে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। পর পর দুই ম্যাচ হেরে কলকাতা নেমে এল চার নম্বরে। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে কলকাতা।

এই মুহূর্তে লিগ শীর্ষে রয়েছে গুজরাত লায়ন্স। পাঁচটি ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। দুই নম্বরে থাকা রাজস্থান রয়্যালস এবং তিন নম্বরে থাকা পঞ্জাব কিংসের সংগ্রহ ৬ পয়েন্ট। প্রথম তিনটি দলই খেলেছে পাঁচটি করে ম্যাচ। কলকাতা খেলেছে ছয়টি ম্যাচ। তিনটি ম্যাচ জিতে এবং তিনটি ম্যাচ হেরে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। লখনয় পাঁচ ম্যাচ খেলে ৬ পয়েন্ট ঠিক তাদের নীচে রয়েছে।

ষষ্ঠ স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও পয়েন্ট ৬। নেট রানরেটের বিচারে প্রতিটি দল একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। পর পর তিনটি ম্যাচ জিতে সাত নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদেরও ৬ পয়েন্ট। কলকাতা বাদে প্রথম সাতে থাকা সব দলই পাঁচটি করে ম্যাচ খেলেছে।

মুম্বই ইন্ডিয়ান্স এখনও কোনও ম্যাচ জেতেনি। লিগ টেবিলে সবার শেষে তারা। চেন্নাই একটি ম্যাচ জিতে নয় নম্বরে। দিল্লি চারটি ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে দিল্লি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen