দশ বছরের সম্পর্ক শেষ! রাসেলকে ছেড়ে দিল KKR

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪০: আসন্ন আইপিএলের আগে বড় সিদ্ধান্ত নিলো কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট । বহুদিনের সম্পর্ক ছিন্ন করে আন্দ্রে রাসেলকে বিদায় জানাল কলকাতা নাইট রাইডার্স। শনিবার প্রকাশিত রিটেনশন তালিকায় নেই এই তারকা অলরাউন্ডারের নাম। পাশাপাশি বাদ পড়েছেন ২৩.৭৫ কোটি টাকার ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারও। লিগ শুরুর আগে এই দুই গুরুত্বপূর্ণ নাম তালিকা থেকে বাদ পড়ায় নতুন করে দলের পরিকল্পনা নিয়ে আলোচনার ঝড় উঠেছে।
২০১৪ সালে কেকেআর দলে যোগ দেন রাসেল। টানা দশ বছর নাইট জার্সিতে খেললেও শেষ কয়েক মরশুমে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দিতে পারেননি তিনি। গত বারের মেগা নিলামে তাঁকে ছেড়ে দেওয়ার জল্পনা থাকলেও শেষ মুহূর্তে ধরে রাখা হয়েছিল দলে। কিন্তু গত মরশুমে ধারাবাহিকভাবে প্রথম একাদশে থেকেও দলের বোঝা হয়ে উঠছিলেন বলে মত কর্তাদের। ফলে ছোট নিলামের আগে তাঁকে রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএলে রাসেলের ঝুলিতে রয়েছে ১৪০ ম্যাচে ২৬৫১ রান ও ১২৩ উইকেট—চেন্নাইয়ের বিরুদ্ধে ৮৮ রান ও মুম্বইয়ের বিরুদ্ধে ৫/১৫ তাঁর সেরা পরিসংখ্যান ।
ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েও একই পথ নিল কেকেআর। ২০২১ মরশুমে হঠাৎ উত্থান এবং ফাইনালে দলের পৌঁছনোর নেপথ্য নায়ক হওয়া সত্ত্বেও পরে সে ছন্দ আর বজায় রাখতে পারেননি। গত বছর নিলামে অতিরিক্ত দামে কিনে নেওয়া হলেও পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় তাঁকেও ছেড়ে দিয়ে দলের পুঁজি বাড়ানোর পথ বেছে নিয়েছে দল। এবার নিলামে তাঁকে ফের তুললেও দাম অনেকটাই কমতে পারে বলেই ধারণা।
বিদেশি কোটায়ও বড় রদবদল—মইন আলি, অনরিখ নোখিয়া, কুইন্টন ডি’কক, রহমানুল্লাহ গুরবাজ় ও স্পেন্সার জনসন—সবাইকে ছেড়ে দিয়েছে কেকেআর । নতুন মরশুমের আগে সম্পূর্ণ নতুন কৌশলেই নামছে কেকেআর।