এপ্রিলেই চালু হবে মহিলাদের জন্য বায়ো টয়লেট, উদ্যোগ পুরসভার

পুরসভার বস্তি বিভাগের তরফ থেকে মেয়র পারিষদ স্বপন সমাদ্দার প্রত্যেক কাউন্সিলারকে চিঠি পাঠিয়েছেন। বাথরুম তৈরির জন্য জমি দেখতে বলা হয়েছে।

March 14, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এপ্রিল মাসেই শহরে মহিলাদের জন্য পৃথক টয়লেটের দেখা মিলবে। আপাতত তড়িঘড়ি কিছু বায়ো-টয়লেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দু’মাসের মধ্যে মহিলাদের জন্য এমন ২৫টি বায়ো টয়লেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং ঘিঞ্জি এলাকায় বসাবে কলকাতা পুরসভা। পাশাপাশি, শহরের প্রত্যেকটি ওয়ার্ডে মহিলাদের জন্য পৃথক স্নানাগার এবং শৌচালয় নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে বলেই পুরসভা সূত্রে খবর। কলকাতা পুর নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে শহরে মহিলাদের জন্য পৃথক শৌচালয় তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই মোতাবেক ক্ষমতায় এসে পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। পুরসভার বস্তি বিভাগের তরফ থেকে মেয়র পারিষদ স্বপন সমাদ্দার প্রত্যেক কাউন্সিলারকে চিঠি পাঠিয়েছেন। বাথরুম তৈরির জন্য জমি দেখতে বলা হয়েছে। বিভাগীয় সূত্রে খবর, ইতিমধ্যেই জনা বিশেক কাউন্সিলার জমি চিহ্নিত করে জানিয়েও দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen