দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা বাধ্যতামূলক করার নির্দেশ KMC-র
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে কলকাতা পুরসভা এলাকার সব সাইনবোর্ডে বাংলা বড়সড় পরিবর্তন আনবে বলে মত বিশেষজ্ঞদের।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৪: বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষায় কড়া পদক্ষেপের পথে কলকাতা পুরসভা। এখন থেকে কলকাতার সব দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে লিখতে হবে বাংলা। এমনটাই নির্দেশ দিয়েছে KMC।
বিজেপির বিরুদ্ধে ‘বাংলা ভাষাকে অপমান’-এর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরসভার এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
এ বিষয়ে কলকাতা পুরসভার মেয়র জানিয়েছেন, বাংলা ছাড়া অন্য ভাষা থাকতে পারে, তবে বাংলা অবশ্যই থাকতে হবে। পুরসভা সূত্রে জানানো হয়েছে, নিয়ম না মানলে প্রথমে নোটিস, পরে জরিমানা হবে।
সম্প্রতি কলকাতা পুরসভার সদর দপ্তরের কাছে এক দোকানে ইংরেজি ও অসমিয়া ভাষায় সাইনবোর্ড দেখা যায়। পুরসভার শীর্ষ কর্তারা সঙ্গে সঙ্গে দোকানমালিককে নোটিস পাঠান।
কয়েক দিনের মধ্যে অসমিয়া ভাষা সরিয়ে ইংরেজির সঙ্গে বাংলা যোগ করে নতুন সাইনবোর্ড লাগানো হয়। পুরসভার দাবি, এটি অন্য দোকানমালিকদের জন্য একটি দৃষ্টান্ত।
যদিও এ নিয়ে এখনও কোনও পূর্ণাঙ্গ লিখিত নির্দেশিকা প্রকাশিত হয়নি। তবে সরকারি নথি, ট্রেড লাইসেন্স ও কর বিলের মাধ্যমে নির্দেশ স্পষ্ট করা হয়েছে।
নথিতে বলা হয়েছে, কলকাতা পুরসভা এলাকার সব সাইনবোর্ডে বাংলা ব্যবহার বাধ্যতামূলক। অন্য ভাষা থাকলেও বাংলা আলাদা করে লিখতে হবে।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে এই উদ্যোগ কলকাতার চেহারায় বড়সড় পরিবর্তন আনবে বলে মত বিশেষজ্ঞদের।
ইতিমধ্যে পুরসভার পক্ষ থেকে বোরোভিত্তিক নির্দেশ পাঠানো হয়েছে। বেনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। গত মাসে পুরসভার চেয়ারপার্সন মালা রায়ও অধিবেশন সংক্রান্ত সব কাজ বাংলায় করার নির্দেশ দিয়েছিলেন।