বাড়িতে জমা নোংরা জল, ৪ মাসে পুরসভার জরিমানা আদায় ২ লক্ষ টাকা‌র বেশি

আদালত সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে ওই টাকা জরিমানা করা হয়। জানা গিয়েছে, ওই জরিমানার টাকা ইতিমধ্যে জমা পড়েছে পুর আদালতে।

June 1, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

শহরের বিভিন্ন বাড়ি ও আবাসনের আনাচে-কানাচে জমে থাকা নোংরা জলে মশার উপদ্রব রোধে‌ এবার কড়া পদক্ষেপ নিল আদালত। তারই ফলস্বরূপ কলকাতা পুরসভার স্বাস্থ্যদপ্তরের দায়ের করা কয়েকটি মামলায় আদালত জরিমানা করে সংশ্লিষ্ট বাড়ির মালিক ও আবাসন কর্তৃপক্ষকে। সেই জরিমানার অর্থ হল ২ লক্ষ টাকার উপরে। কলকাতা মিউনিসিপ্যাল আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট প্রদীপকুমার অধিকারী ওই জরিমানার আদেশ দেন। আদালত সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে ওই টাকা জরিমানা করা হয়। জানা গিয়েছে, ওই জরিমানার টাকা ইতিমধ্যে জমা পড়েছে পুর আদালতে। আদালত ওই জরিমানার টাকা পুর কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয়।‌সরকারি আইনজীবী জানান, শহরের ওই‌ অভিযুক্ত বাড়ির মালিক ও আবাসন কর্তৃপক্ষকে কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রথমে নোটিস দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও এ বিষয়ে কোনও কর্ণপাত না করায় পুরসভার স্বাস্থ্যদপ্তরের তরফে আদালতে মামলা দায়ের করা হয়‌। সেই মামলার সূত্রেই শুরু হয় শুনানি।

মামলার নথিপত্র খতিয়ে দেখে বিচারক অভিযুক্ত বাড়ির মালিক ও আবাসন কর্তৃপক্ষকে দোষী সাব্যস্ত করে ওই জরিমানার নির্দেশ দেন। আদালতের মন্তব্য, এই ধরনের অপরাধ করলে যে পার পাওয়া যায় না, এই রায় থেকে কিছুটা হলে‌ সেই শিক্ষাই নেবে এই কাজের সঙ্গে যুক্ত লোকজনেরা। আদালতের বক্তব্য, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও নোংরা জল দীর্ঘদিন জমে না থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দায়িত্ব সকলেরই। এ বিষয়ে সচেতন না হলে নানা অসুখ-বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকতেই পারে।সরকারি আইনজীবীর মন্তব্য, শহরে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো অসুখ যাতে না ছড়িয়ে পড়তে পারে, সে বিষয়ে কলকাতা পুরসভা নানা সময় প্রচার অভিযান চালিয়ে থাকে। পাশাপাশি নানা উদ্যোগও গ্রহণ করে থাকে। এরপরও যদি এই ধরনের ঘটনা ঘটে, সেটা অত্যন্ত দুঃখজনক। আর সে ক্ষেত্রে আদালত এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ায় আমরা খুশি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen