শুকনো-ভেজা আবর্জনা আলাদা করাতে ‘সং থেরাপি’ প্রয়োগ করবে কলকাতা পুরসভা

October 26, 2025 | < 1 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৫০: কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বর্জ্য ব্যবস্থাপনা দপ্তর শহরে আবর্জনা পৃথকীকরণে নাগরিকদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ ঘোষণা করেছে। এবার ব্যাটারি চালিত গাড়িতে করে ময়লা সংগ্রহের সময় বাজবে বাংলা গান। এই গানের সুরের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাবে বার্তা যে, আবর্জনা আলাদা করে ফেলুন, শহরকে রাখুন পরিষ্কার।

এখনও পর্যন্ত পুরসভার পরিচ্ছন্নতা কর্মীরা হুইসেল (whistle) বাজিয়ে বাড়ির মানুষকে সতর্ক করতেন। এবার সেই প্রথা বদলে আসছে গানভিত্তিক প্রচার ব্যবস্থা। প্রথম পর্যায়ে যেসব ওয়ার্ডে আবর্জনা পৃথকীকরণের (waste segregation) হার কম, সেখান থেকেই শুরু হবে এই নতুন পরিকল্পনা। এক আধিকারিক জানিয়েছেন, তিন ধরণের গান তৈরি হয়েছে। এর মধ্যে একটি হাঁসির প্যারোডিও রয়েছে। কোন গানগুলি বাজানো হবে, তা শীঘ্রই নির্ধারণ করা হবে।

পুরসভার আশা, জনপ্রিয় গানের সুরে সহজে বার্তা পৌঁছে দেওয়া গেলে মানুষ আরও আগ্রহী হবেন আলাদা করে বাড়ির নোংরা ফেলতে। একদিকে দৈনন্দিনভাবে রান্নাঘরের বর্জ্য সংগ্রহ করা হচ্ছে, অন্যদিকে প্লাস্টিক, কাঁচ ও ধাতুর মতো অজৈব বর্জ্য সপ্তাহে তিন দিন তোলা হচ্ছে। এই প্রক্রিয়াকে আরও কার্যকর করার উদ্দেশ্যেই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও আপাতত ‘হুইসেল সিস্টেম’ সম্পূর্ণভাবে তুলে দেওয়া হচ্ছে না, বরং দুই পদ্ধতি একসঙ্গে চালু থাকবে।

উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালের ডিসেম্বর থেকে পুরসভা ইতিমধ্যেই প্রায় ৮ লক্ষ পরিবারের হাতে ১৬ লক্ষ বালতি বিতরণ করেছে, একটি শুকনো আবর্জনার (dry waste) জন্য, অন্যটি ভেজার (wet waste) জন্য। এই প্রকল্পের মাধ্যমে কলকাতা পুরসভা আশা করছে, নাগরিক সচেতনতার সঙ্গে শহরের পরিচ্ছন্নতা আরও বাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen