চিনে নিন বাইশের বিশ্বকাপের উঠতি তারকাদের

আর্জেন্টিনার বিরুদ্ধে দুরন্ত বাঁকানো শটে তার জয়সূচক গোল বহুদিন মনে রাখবে ফুটবল দুনিয়া। মাঝ মাঠ থেকে অনায়াসে আক্রমণ তৈরি করতে পারেন তিনি।

December 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
https://www.youtube.com/watch?v=320EQoT4gNI

বিশ্বকাপ শেষ হয়েছে। প্রতিবার বিশ্বকাপ জন্ম দেয় আগামীর তারকাদের। এবারেও তার ব্যতিক্রম হয়নি।

চিনে নিন বাইশের বিশ্বকাপে এক ঝাঁক উঠতি তারকাদের:

ইয়াসিন বুনু: মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনু, কাতার বিশ্বকাপে মরক্কোর স্বপ্ন উড়ানের অন্যতম নায়ক তিনি।

ডমিনিক লিভাকোভিচ: ক্রোয়েশিয়ার ভরসা হয়ে উঠেছিলেন লিভাকোভিচ। তিনি ব্রাজিল বধের নায়ক।

রিৎসু দোয়ান: সদ্য সমাপ্ত বিশ্বকাপে জাপানিদের অন্যতম ভরসা ছিলেন দোয়ান। জার্মানি এবং স্পেন ম্যাচে নির্নায়ক ভূমিকা নিয়েছিলেন দোয়ান।

আজ্জেদিন ওউনাহি: স্পেন এবং পর্তুগালকে রুখে দিয়ে সকলের নজর কেড়েছেন ওউনাহি।

গনসালো রামোস: প্রি-কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নেমেই হ্যাটট্রিক করেছিলেন রামোস। ফলে তাকে নিয়েও ক্লাবগুলির মধ্যে লড়াই চলতে পারে।

সোফিয়ান আমরাবাত: বিপক্ষের ডিফেন্স চিরে মরক্কোর সোফিয়ানের দৌড়, অনবরত আক্রমণ নজর কেড়েছে।

হ্যারি সাউটার: রক্ষণে খেলে দলকে শেষ ষোলোয় তুলেছিলেন হ্যারি সাউটার।

এনজো ফের্নান্দেস: এবারের বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা তিনি।

মহম্মদ কুদুস: তিন ম্যাচে দুই গোল করে তিনিও ক্লাবগুলির নজরে পড়ে গিয়েছেন।

সোফিয়ান বৌফাল: বাইশের বিশ্বকাপে পায়ে অসম্ভব ভাল কাজ ও ড্রিবলিং দেখিয়েছেন সোফিয়ান।

সালেম আলদাওসারি: আর্জেন্টিনার বিরুদ্ধে দুরন্ত বাঁকানো শটে তার জয়সূচক গোল বহুদিন মনে রাখবে ফুটবল দুনিয়া। মাঝ মাঠ থেকে অনায়াসে আক্রমণ তৈরি করতে পারেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen