‘ট্র্যাভেল প্লাস লেসিওর’ ম্যাগাজিনের বিচারে বিশ্বের সেরা ২৫ ভ্রমণবান্ধব শহরের তালিকায় কলকাতায়
কলকাতা বিশ্বের দরবারে সমাদৃত হচ্ছে। এহেন স্বীকৃতি শহরের মুকুটে আরও একটা পালক যোগ করল।
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বের সেরা ২৫ ভ্রমণবান্ধব শহরের তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতা। ছুটি কাটানোর জন্য বিশ্বের সেরা ২৫টি জায়গার একটি হল কলকাতা। কলকাতা বিশ্বের দরবারে সমাদৃত হচ্ছে। এহেন স্বীকৃতি শহরের মুকুটে আরও একটা পালক যোগ করল।
‘ট্র্যাভেল প্লাস লেসিওর’ নামের এক ম্যাগাজিন প্রায় দু’লক্ষ পাঠকের ভোট নিয়ে সিদ্ধান্তে পৌঁছেছে। হাফ ডজন বিষয়ের উপর মূল্যায়ন করা হচ্ছে। সেগুলো হল, ১, ল্যান্ডমার্ক ২, সংস্কৃতি ৩, খাবারদাবার ৪, বন্ধুত্বপূর্ণ পরিবেশ ৫, বাজার, ৬, দ্রব্যমূল্য। তালিকার প্রথমে রয়েছে মেক্সিকোর সান মিগুয়েল দি অ্যালেন্ডে। দ্বিতীয় ভারতের উদয়পুর। ১৯ নম্বরে কলকাতা। ভারতের আরেকটি শহর জয়পুর রয়েছে ২১ নম্বরে। কলকাতার স্বীকৃতিতে খুশি শহরবাসী।