বই কিনলেই মিলবে এক প্যাকেট সিগারেট, বিষয়টা কী?

এ বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব’ নামে একটি বই প্রকাশ করেছে ‘কলেজপাড়া’ প্রকাশনী।

January 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বইমেলায় চমকের কোনও অভাব নেই! কোনও স্টলে ভিড় জমাতে ক্যুইজের আয়োজন করা হচ্ছে, কোথাও বই কিনলে দেওয়া হচ্ছে ফুড কুপন! তেমনি একটি স্টলে নির্দিষ্ট একটি বই কিনলে মিলছে এক প্যাকেট সিগারেট। ব্র্যান্ডের নাম- ‘কালী সিগারেট’।

এ বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব’ নামে একটি বই প্রকাশ করেছে ‘কলেজপাড়া’ প্রকাশনী। বইটির লেখক অভিষেক চট্টোপাধ্যায়। এটি কিনলেই মিলছে কালী সিগারেটের প্যাকেট। তাতে লেখা-‘বিশুদ্ধ স্বদেশি’। স্বদেশি যুগে বিপ্লবীরা এই ধরনের সিগারেটের প্যাকেটে তথ্য আদান প্রদান করতেন। স্বাধীনতার ৭৬ বছর পর তার একটি রেপ্লিকা বইমেলায় বিতরণ করে স্বাধীনতা প্রাপ্তির কিছু সংগ্রামের কথা মনে করিয়ে দিচ্ছে প্রকাশনা সংস্থাটি।

এ বইয়ের ভিতর রয়েছে খামভর্তি চিঠি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে লেখা সিদ্ধ সাধক তারা খ্যাপার একটি চিঠির হুবহু প্রিন্ট দেওয়া রয়েছে। অনুশীলন সমিতির সদস্যদের অনেকে কালী সহ অন্যান্য দেবতার ছবি রাখতেন। এই বইয়ের ভিতর প্রিন্ট করা সেরকম আটখানা ছবিও মিলছে। সব মিলিয়ে বইমেলার ৬১৮ নম্বর স্টলে এখন সিগারেট প্যাকেট কিনতে জমছে ভিড়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen