রবিবাসরীয় ডার্বির আগেই প্লে-অফ নিশ্চিত বাগানের, কোন দিকে পাল্লা ভারী?

বহু জট পেরিয়ে রবিবারই শহরে বসছে ডার্বির আসর। রবিবারের ডার্বিতে নামার আগেই সুখবর মোহনবাগানের জন্য, তাদের প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে গিয়েছে।

March 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
রবিবারই শহরে বসছে ডার্বির আসর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বহু জট পেরিয়ে রবিবারই শহরে বসছে ডার্বির আসর। রবিবারের ডার্বিতে নামার আগেই সুখবর মোহনবাগানের জন্য, তাদের প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে গিয়েছে। ফলে কিছুটা এগিয়ে থেকেই ডার্বিতে নামছে হাবাসের ছেলেরা।

শনিবার চেন্নাইয়িন এফসিকে ১-০ গোলে হারিয়েছে হায়দরাবাদ এফসি। চেন্নাইয়িন হারতেই প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে গিয়েছে বাগানের। মোহনবাগান এখন পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে দাঁড়িয়ে। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। পেত্রাতোসরা শেষ পাঁচ ম্যাচে চারটেই জয় পেয়েছেন, একটা ড্র করেছেন। বাগান কোচ আন্তোনিও হাবাস লক্ষ্য লিগ টেবিলের শীর্ষস্থান।

শনিবার সাংবাদিক সম্মেলনে এসে হাবাস বলেন, ডার্বি সবসময় অন্য ম্যাচের থেকে আলাদা। এই মুহূর্তে শীর্ষস্থান পাওয়ার জন্য তাঁরা। তিন পয়েন্ট ঘরে তোলা যে লক্ষ্য তাও বুঝিয়ে দিয়েছেন হাবাস।

চেন্নাইয়িন হারায় কিছুটা স্বস্তিতে ইস্টবেঙ্গলও, চেন্নাইয়িনের ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট। এ দিন চেন্নাইয়িন জিতলে ১১ নম্বরে নেমে যেত লাল-হলুদ। কিন্তু চেন্নাইয়িন হেরে যাওয়ায় ইস্টবেঙ্গল দশেই থাকল। লাল-হলুদও ১৮ ম্যাচে ১৮ পয়েন্টে দাঁড়িয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen