IIRF Ranking দেশের সেরা ১০ ডাক্তারি প্রতিষ্ঠানের তালিকায় কলকাতা মেডিক্যাল কলেজ

May 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১৪:০০: কলকাতা মেডিক্যাল কলেজ দেশের সেরা ১০ ডাক্তারি প্রতিষ্ঠানের তালিকায় নবম স্থান তথা পূর্ব ভারতে এক নম্বর ডাক্তারি প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করল। আইআইআরএফ র‌্যাঙ্কিংয়ে এই খবর জানা গেছে।

এর আগে ২০১৫ সালে আরও একটি সর্বভারতীয় সমীক্ষায় দেশসেরা মেডিক্যাল কলেজের তালিকায় একাদশতম স্থান অধিকার করে RG Kar মেডিক্যাল কলেজ।

‘টপ এমবিবিএস মেডিক্যাল কলেজেস ইন ইন্ডিয়া ২০২৪’ বা ২০২৪ সালের দেশের ‘সেরা ১০ এমবিবিএস প্রতিষ্ঠান’-এর তালিকায় ইআইআরএফ র‌্যাঙ্কিং অনুযায়ী আছে —দিল্লি এইমস, ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি), পিজিআই চণ্ডীগড়, বেঙ্গালুরুর নিমহ্যানস, কর্ণাটকের ধারওয়ারের এসডিএম কলেজ অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, মাদ্রাজ মেডিক্যাল কলেজ, বেনারস হিন্দু ইউনিভার্সিটির (বিএইচইউ) ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এসজিপিজিআই), কলকাতা মেডিক্যাল কলেজ এবং পুদুচেরির জওহরলাল ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (জিপমার)।

দেশসেরা এমবিবিএস প্রতিষ্ঠানের মধ্যে প্রথম দোষে থেকে কলকাতা মেডিক্যাল কলেজ পিছনে ফেলে দিয়েছে লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিক্যাল সায়েন্সেস, কোচির অমৃতা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টার, লুধিয়ানার খ্রিস্টান মেডিক্যাল কলেজ বা সিএমসি লুধিয়ানা, তিরুবনন্তপুরমের শ্রীচিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির মতো প্রথম সারির মেডিক্যাল প্রতিষ্ঠানকেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen