kolkata Metro: নীল থেকে সবুজে সংক্রমিত রোগ! হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটে ব্যাহত পরিষেবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৫৫: ব্লু লাইন থেকে এবার গ্রিন লাইনেও ছড়িয়ে পড়ল রোগ! হাওড়া ময়দান-সেক্টর ফাইভ অর্থাৎ গ্রিন লাইনেও (East-West Metro) মেট্রো পরিষেবা ব্যাহত হয় বুধবার সকালে। জানা যাচ্ছে, ওই রুটে যান্ত্রিক ত্রুটির জেরে পরিষেবার সাময়িক ব্যাঘাত ঘটে। আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বুধবার, সকাল ১১টা নাগাদ সমস্যা দেখা দেয় গ্রিন লাইনে। যান্ত্রিক ত্রুটির বিষয় নজরে আসতেই মেট্রো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনের ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা। বাধ্য হয়ে যাত্রীদের সড়কপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে।
কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম অর্থাৎ ব্লু লাইন মধ্যে নিত্যদিন নানা সমস্যা দেখা দিচ্ছে। কলকাতার মেট্রোর প্রাচীনতম শাখায় রীতিমতো নাজেহাল হন যাত্রীরা। এবার গ্রিন লাইনে পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের চিন্তা বাড়ল। আপাতত গ্রিনলাইনে আংশিক পরিষেবা চালু রয়েছে। হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলছে।