Kolkata Metro: ফের অফিস টাইমে মেট্রো বিভ্রাট! ব্লু লাইনে ঢিমেতালে মিলছে পরিষেবা

November 18, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: আবারও ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট! সিগন্যালে গোলযোগের জেরে দক্ষিণেশ্বর থেকে শ্লথগতিতে চলছে পরি‌ষেবা। ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে কোনও রকমে ধুঁকতে ধুঁকতে চলছে মেট্রো। অফিস টাইমে সকাল সকাল ভুগতে হল নিত্যযাত্রীদের।

সম্ভবত সিগন্যালের গোলযোগের জেরে এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী আপ লাইনে এমনটা হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া যেতে সময় লাগছে প্রায় মিনিট চল্লিশ। অন্যান্য সময় এই দূরত্ব অতিক্রম করতে সাত থেকে আট মিনিট সময় লাগে। নোয়াপাড়ার পর থেকে ধীরগতিতে মেট্রো চলছে। ব্লু লাইনে মেট্রো দক্ষিণেশ্বর ও বরাহনগরের মাঝে আপ রুটের মেট্রো দাঁড়িয়ে থাকছে বলেও অভিযোগ উঠছে। ঘোষণা করা হয়, নোয়াপাড়া থেকে সিগন্যাল না-পাওয়ায় গাড়ি ছাড়তে দেরি হবে।

মেট্রোর সমস্যা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহের দ্বিতীয় কাজের দিন এমন ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen