Kolkata Metro: ফের অফিস টাইমে মেট্রো বিভ্রাট! ব্লু লাইনে ঢিমেতালে মিলছে পরিষেবা
November 18, 2025
|
< 1 min read
Published by: Ritam

সম্ভবত সিগন্যালের গোলযোগের জেরে এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী আপ লাইনে এমনটা হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া যেতে সময় লাগছে প্রায় মিনিট চল্লিশ। অন্যান্য সময় এই দূরত্ব অতিক্রম করতে সাত থেকে আট মিনিট সময় লাগে। নোয়াপাড়ার পর থেকে ধীরগতিতে মেট্রো চলছে। ব্লু লাইনে মেট্রো দক্ষিণেশ্বর ও বরাহনগরের মাঝে আপ রুটের মেট্রো দাঁড়িয়ে থাকছে বলেও অভিযোগ উঠছে। ঘোষণা করা হয়, নোয়াপাড়া থেকে সিগন্যাল না-পাওয়ায় গাড়ি ছাড়তে দেরি হবে।
মেট্রোর সমস্যা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহের দ্বিতীয় কাজের দিন এমন ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা।