Kolkata Metro: উদ্বোধনের পরই নয়া রুটগুলোয় শুরু পরিষেবা, রইল সময়সূচি
শহর কলকাতার গণপরিবহণের ইতিহাস যুক্ত হতে চলেছে নতুন পালক।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: শহর কলকাতার গণপরিবহণের ইতিহাস যুক্ত হতে চলেছে নতুন পালক। আজ নতুন তিনটি মেট্রোপথ পাচ্ছে কলকাতা। হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর পথে মেট্রো পরিষেবা চালু হবে। উদ্বোধনের পরই আম জনতার জন্য শুরু হবে পরিষেবা।
বৃহস্পতিবার নতুন মেট্রোপথের সময়সূচি ঘোষণা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এক নজরে দেখে নিন
মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-সল্টলেক সেক্টর ফাইভ রুটে দিনের প্রথম পরিষেবা মিলবে সকাল সাড়ে ৬টায়। মেট্রো চলবে রাত ১০.১৯ পর্যন্ত।
কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা রুটে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল ৮টায়। শেষ মেট্রোর সময় রাত ৮.২৮।
নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর যাওয়ার প্রথম মেট্রো চালু হবে সকাল ৭টা ৫৮ মিনিটে। চলবে রাত ৮টা ১০ পর্যন্ত।
কোন রুটে কতক্ষণ অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে, তা এখনও বিস্তারিত জানানো হয়নি। সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ ৭০ টাকা ভাড়ায় যাত্রীরা যাতায়াত করতে পারবেন। জানা গিয়েছে, শনি ও রবিবার এই তিনটি রুটে কোনও মেট্রো চলবে না। সোমবার সকাল থেকে শুরু হবে মেট্রো চলাচল।