টানেলে থমকে গেল কলকাতা মেট্রো, বন্ধ এসি–বিদ্যুৎ, আতঙ্কে যাত্রীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৩০: উৎসবের আবহে রবিবার সকালেই ফের বিপাকে কলকাতা মেট্রোর যাত্রীরা। ব্যস্ত সময়ে ব্লু লাইনে হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে থমকে যায় মেট্রো চলাচল, যার জেরে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।
জানা গিয়েছে, টালিগঞ্জ স্টেশনে ঢোকার ঠিক আগেই সুরঙ্গের মধ্যে বিকল হয়ে পড়ে একটি মেট্রো রেক। টানেল থেকে অল্প বেরিয়ে স্টেশনের মুখে পৌঁছতেই রেকটি আচমকা থেমে যায়। যাত্রীবোঝাই ট্রেনের ভিতরেই বন্ধ হয়ে যায় এসি ও বিদ্যুৎ সংযোগ। দমবন্ধ পরিস্থিতিতে পড়েন যাত্রীরা। মেট্রো চালকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, রেকের যান্ত্রিক সমস্যার কারণেই এই বিপত্তি। বারবার দরজা খোলার আবেদন জানালেও প্রথমে কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ। ক্ষোভে ফেটে পড়ে যাত্রীরা, রেকের ভিতরেই বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, কেউ কেউ দরজা ভেঙে ফেলার হুমকিও দেন। আপৎকালীন দরজাও ঠিকমতো কাজ করেনি বলে অভিযোগ।
এই ঘটনার জেরে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। যদিও দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং ডাউন লাইনে সীমিত পরিষেবা চালু ছিল। পরে রেক সারাই সম্ভব না হওয়ায় যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। স্টেশনে পৌঁছনো অংশের দরজা দিয়ে একে একে সবাইকে বের করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি একাধিকবার সুরঙ্গে মেট্রো আটকে পড়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ব্যস্ত সময়ে বারবার এমন গোলযোগে প্রশ্ন উঠছে মেট্রোর রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে।