Kolkata Metro: মেট্রো টানেলে জল, অফিস টাইমে ফের ব্যাহত পরিষেবা

আবারও অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা।

August 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০৮: আবারও অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা। মেট্রো টানেলে জল জমে থাকায় বুধবার সকালে অফিস টাইমে বন্ধ হল মেট্রো পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি শিকার হন যাত্রীরা। জানা যাচ্ছে, যতীন দাস পার্ক ও নেতাজি ভবন মেট্রো স্টেশনের মাঝের টানেলে জল জমে থাকায় পাওয়ার ব্লক করা হয়।
আংশিকভাবে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার স্টেশন) থেকে শহিদ ক্ষুদিরাম (ব্রিজি এলাকার জন্য) পর্যন্ত আপ-ডাউন মেট্রো চলাচল করছিল সে সময়।

প্রায় ১ ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পরিষেবা। জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টা বেজে ২০ মিনিট নাগাদ যতীন দাস পার্ক ও নেতাজি ভবনের মাঝে টানেলে জল ঢুকে যায়। সঙ্গে সঙ্গে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। অফিস টাইম হওয়ায় স্টেশনে বাড়তে থাকে ভিড়। খবর দেওয়া হয় ইঞ্জিনিয়ারদের। পাম্প করে জল বের করে দেওয়া হয়।

মাসখানেক আগেও একই জায়গায় টানেলে জল ঢুকে যাওয়ায় ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। চূড়ান্ত হেনস্তার শিকার হতে হয়েছিল নিত্যযাত্রীদের। বার বার একই ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষুব্ধ যাত্রীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen