রাজ্য পুলিশে নিয়োগ পরীক্ষা: পরীক্ষার্থীদের সুবিধায় রবিবার বাড়তি মেট্রো পরিষেবা কলকাতায়

October 10, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.৩০: আগামী রবিবার রাজ্য পুলিশে নিয়োগ পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন সকাল থেকে ব্লু লাইন (Blueline) ও গ্রিন লাইনে (Greenline) বাড়তি মেট্রো চালানো হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণত রবিবার সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। কিন্তু ১২ অক্টোবর, রবিবার সকাল ৭টা থেকেই চালু হবে মেট্রো। নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে একসঙ্গে ছাড়বে প্রথম ট্রেন।

প্রতি রবিবার সাধারণত ১৩০টি মেট্রো চলে, তবে এবার চলবে ১৩৮টি। ব্লু লাইন ও গ্রিন – দুই লাইনেই মিলবে এই অতিরিক্ত পরিষেবা। শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।

ব্লু লাইন পরিষেবা (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম রুট):

– সকাল ৭টায় নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে।

– সকাল ৭টা ৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে।

– সকাল ৭টা ২০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে মেট্রো ছাড়বে।

গ্রিন লাইন পরিষেবা (সল্টলেক সেক্টর ফাইভ–হাওড়া ময়দান রুট):

– সাধারণত ১০৪টি মেট্রো চলে, তবে রবিবার চলবে ১১২টি।

– সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেকগামী প্রথম মেট্রো চালু হবে।

– সকাল ৭টা ২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়ামুখী প্রথম মেট্রো পাওয়া যাবে।

শেষ মেট্রোর সময় আগের মতোই থাকবে। তবে গ্রিন লাইনে আধঘণ্টার ব্যবধানের বদলে আরও ঘন ঘন ট্রেন চলবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আশা, এই অতিরিক্ত পরিষেবায় শুধু পরীক্ষার্থী নয়, সাধারণ যাত্রীদেরও যাতায়াতে সুবিধা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen