কলকাতা মেট্রোর ব্যতিক্রমী যাত্রী, কালীপুজোর রাতে পথ কুকুরের মেট্রো সফরে চমকে গেল শহরবাসী

October 22, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫০: কালীপুজোর রাতে যখন শহরের আকাশ আতসবাজির আলোয় ঝলমল করছিল, তখন কলকাতা মেট্রোর এক ট্রেনের দৃশ্য দেখে চমকে উঠেছিলেন যাত্রীরা। সোমবার সন্ধ্যায় গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে দক্ষিণমুখী ব্লু লাইন ট্রেনে উঠে পড়েছিল এক পথকুকুর! যেভাবে নিঃশব্দে ট্রেনের বগিতে ঢুকে পড়ল কুকুরটি, তা দেখে প্রথমে সবাই হতবাক। কিছুক্ষণ পরেই শুরু হল ক্যামেরাবন্দি যেন এক অপ্রত্যাশিত তারকার আগমন ঘটেছে মেট্রো রেলে।

ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলছেন, শহরের চারপাশে ফাটতে থাকা আতসবাজির ভয়েই হয়তো আশ্রয় খুঁজছিল কুকুরটি। তার চোখে-মুখে আতঙ্ক নয়, বরং এক অদ্ভুত স্থিরতা। যাত্রীরা বলছেন, ট্রেনের অন্য যাত্রীদের মতোই শান্তভাবে বসেছিল কুকুরটি। কেউ তাকে আদর করেছে, কেউবা হাসিমুখে ছবি তুলেছে। তবে কুকুরটি নিজেও যেন বাড়তি মনোযোগে একটু বিরক্ত এক বগি থেকে আরেক বগিতে ঘুরে বেড়াচ্ছিল নিজের মতো।

এই ছোট্ট যাত্রা শেষ হয় শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনের স্টেশন মাস্টার সিসিটিভি ফুটেজে কুকুরটিকে দেখতে পেয়ে মেট্রো কন্ট্রোল রুমে খবর দেন। এরপর আরপিএফ ও মেট্রোর কর্মীরা নিরাপদে কুকুরটিকে নামিয়ে দেন পরের স্টেশনে। কুকুরটি কাউকে বিরক্ত না করেই শান্তভাবে ট্রেন থেকে নেমে যায়।তবে এই ঘটনাটি যেমন মজা তৈরি করেছে, তেমনি প্রশ্নও তুলেছে নিরাপত্তা নিয়ে। যাত্রীদের অনেকেই ভাবছেন, যদি ট্রেনটি তখন ভিড়ে ঠাসা থাকত, তাহলে এমন ঘটনা কতটা বিপজ্জনক হতে পারত? সিসিটিভি নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে গিরিশ পার্কের মতো ব্যস্ত স্টেশনের প্ল্যাটফর্ম পার হয়ে ট্রেনে উঠল কুকুরটি, সেটিও এখন তদন্তের বিষয়।

যদিও অধিকাংশ নেটিজেনের কাছে এই ঘটনা অন্যরকম তারা বলছেন, এই “মেট্রো কুকুর” প্রমাণ করে দিল, প্রাণীরাও জানে কোথায় নিরাপত্তা ও শান্তি পাওয়া যায়। কালীপুজোর রাতের আতঙ্ক থেকে পালিয়ে সে খুঁজেছিল শান্তির আশ্রয় আর কলকাতার মেট্রোই হয়ে উঠল তার একরাতের নির্ভরযোগ্য আশ্রয়স্থল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen