ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, আগাম সতর্ক কলকাতা পুরসভা

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ৩-৪ ডিসেম্বর নাগাদ ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে

December 3, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi
আসছে ঘূর্নিঝড়। প্রতীকী ছবি।

ঘূর্ণিঝড়ের জেরে সপ্তাহের শেষে বৃষ্টিপাতের ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের থেকে আগাম সতর্কবার্তা পেয়ে বৃহস্পতিবার কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার পুরসভার বিভাগীয় আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সারেন। জল জমা-সহ বিপর্যয় মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পুর কমিশনার। এ দিন তিনি বলেন, ‘‘প্রাকৃতিক দুর্যোগ সামলাতে কলকাতা পুরসভা তৈরি। প্রতিটি দপ্তরকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’’

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ৩-৪ ডিসেম্বর নাগাদ ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর জেরে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতায় বৃষ্টি হতে পারে। পুরসভা সূত্রের খবর, শহরের জমা জল সরাতে প্রতিটি নিকাশি পাম্পিং স্টেশনে চব্বিশ ঘণ্টা বাড়তি নজরদারির ব্যবস্থা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন পাম্পিং স্টেশনে পর্যাপ্ত পাম্প মজুত রাখার পাশাপাশি গাছ বা বাতিস্তম্ভ ভেঙে পড়লে সে সব দ্রুত সরাতে সংশিষ্ট দপ্তরের আধিকারিকদের জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। সিইএসসি-র সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে কাজ করতে বলা হয়েছে।

৪ ডিসেম্বর থেকে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে আধিকারিকদের কাজের তালিকা ভাগ করা হয়েছে। তাঁরা প্রতিটি বরোর এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সঙ্গে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন।

পরিস্থিতি বুঝে শহরের বস্তি বা অন্যান্য নিচু এলাকায় জল জমলে সেখানকার বাসিন্দাদের সরিয়ে স্থানীয় পুর বিদ্যালয় বা কমিউনিটি হলে স্থানান্তরিত করতে পুর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কমিশনার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen