KMC: কলকাতা পুরসভার সভায় এখন থেকে শুধু বাংলায় আলোচনা!

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাংলা বাধ্যতামূলক হলেও জরুরি পরিস্থিতিতে অন্য ভাষায় আলোচনার অনুমতি দেওয়া হতে পারে।

July 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৫: বাংলা ভাষার পক্ষে এবার পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation – KMC)। সম্প্রতি পুরসভার চেয়ারপার্সন মালা রায় (Mala Roy) নির্দেশ দিয়েছেন, পুরসভার মাসিক সভায় কাউন্সিলরদের এখন থেকে শুধুমাত্র বাংলায় প্রশ্ন করতে হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের হয়রানির (harassment) পরিপ্রেক্ষিতে।

গত সপ্তাহে পুরসভার মাসিক সভায় ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইংরেজিতে প্রশ্ন করছিলেন। প্রশ্ন শোনার পরই চেয়ারপার্সন মালা রায় মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) বাংলায় উত্তর দিতে বলেন। এরপরই ঘোষণা করা হয়, এখন থেকে সমস্ত আলোচনা ও প্রশ্নোত্তর শুধুমাত্র বাংলাতেই করতে হবে।

মালা রায় আরও জানিয়েছেন, তাঁর অফিসের সমস্ত সরকারি কাজকর্ম (official business), এমনকি মাসিক সভাগুলিও বাংলায় পরিচালিত হবে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাংলা ভাষার মর্যাদা রক্ষার বার্তা।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাংলা বাধ্যতামূলক হলেও জরুরি পরিস্থিতিতে অন্য ভাষায় আলোচনার অনুমতি দেওয়া হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen